আজকাল ওয়েবডেস্ক: ভারতের সামনে পড়ল সেই নিউজিল্যান্ড। যাদের গ্রুপের ম্যাচে ভারত হারিয়ে দিয়েছিল।
লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড জিতল ৫০ রানে। টস জিতে প্রথমে ব্যাট করে দ্বিতীয় সেমিফাইনালে শুরুতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিউয়িরা তুলেছিল ৩৬২/৬।
ভারত আগেই চলে গিয়েছে ফাইনালে। এই ম্যাচের বিজয়ী দল রবিবার দুবাইয়ে খেলবে ভারতের বিরুদ্ধে। এদিন নিউজিল্যান্ডের হয়ে জোড়া শতরান করেন রাচিন রবীন্দ্র (১০৮) ও কেন উইলিয়ামসন (১০২)। তৃতীয় উইকেটে জুটিতে ওঠে ১৬৪ রান। ড্যারিল মিচেল করেন ৪৯। শেষদিকে রানের গতি বাড়ান গ্লেন ফিলিপস (২৭ বলে ৪৯)। প্রোটিয়া বোলারদের মধ্যে এনগিডি ৩ উইকেট পেলেও অনেক রান দিলেন। রাবাডার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দুই উইকেট পেলেও দিয়েছেন ৭০ রান।
জবাবে দক্ষিণ আফ্রিকা শেষ হয়ে গেল ৩১২ রানে। লড়েছিলেন বাভুমা (৫৬), ভ্যান ডুসেন (৬৯), মার্করাম (৩১) ও ডেভিড মিলার অপরাজিত ১০০। কিন্তু দলকে জেতানোর জন্য তা যথেষ্ট ছিল না।
কিউয়িদের হয়ে ৩ উইকেট পেলেন স্যান্টনার। দুটি করে উইকেট পান ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস।
