আজকাল ওয়েবডেস্ক: যশপ্রীত বুমরার জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে হয়তো খেলবেন হর্ষিত রানা। গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হওয়ায় তাঁর খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে হর্ষিত নয়,‌ বুমরার পরিবর্ত হিসেবে অর্শদীপ সিংকে চান রিকি পন্টিং। আইসিসির মার্কি টুর্নামেন্টের আগে দারুণ ছন্দে আছেন কেকেআরের পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে উইকেট পেয়েছেন। তাসত্ত্বেও অর্শদীপকেই এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। তিনি মনে করেন, নতুন বলে এবং ডেথ ওভারে তাঁর দক্ষতা বুমরার কাছাকাছি। সেই কারণেই তাঁকে চাইছেন অজি গ্রেট। পন্টিং বলেন, 'আমি বাঁ হাতি বোলারকে বেছে নিতাম। আমার পছন্দ অর্শদীপ। ও টি-২০ ক্রিকেটে কতটা ভাল আমরা সবাই জানি। দক্ষতার কথা বলা হলে, নতুন বলে এবং ডেথ ওভারে বুমরার‌ বোলিংয়ের সঙ্গে ওর কিছুটা মিল রয়েছে। হর্ষিত রানাকে কোনওভাবেই ছোট করছি না। ওর প্রতিভা আছে। নতুন বলে ভাল। কিন্তু ডেথ ওভারে অর্শদীপের মতো নয়।' 

এই কারণ ছাড়াও দলে একজন বাঁ হাতি বোলার থাকার স্ট্র্যাটেজিক সুবিধার কথাও তুলে ধরেন পন্টিং। ডান হাতি ব্যাটারদের বিরুদ্ধে তাঁরা বাড়তি সুবিধা পায়। এই ধরনের বড় টুর্নামেন্টে যা পার্থক্য গড়ে দিতে পারে। পন্টিং বলেন, 'একজন বাঁ হাতি বোলার যে নতুন বলে বল করতে পারে এবং বল সুইং করাতে পারে, দলের সম্পদ। তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষ করে এইধরনের বড় টুর্নামেন্টে যেখানে টপ অর্ডারে প্রচুর ডান হাতি ব্যাটার রয়েছে। আমি হলে এই সুযোগ কাজে লাগাতাম।' চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত শর্মা, বিরাট কোহলির রান পাওয়া ভারতের জন্য বড় অ্যাডভান্টেজ মনে করেন পন্টিং। একইসঙ্গে জানিয়ে দিলেন, মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।