আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি এখন নতুন সেনশেসন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আটটি ছক্কা ও পাঁচটি চারে ৩৫ বলে ৮৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। সেই তিনিই বলছেন, তাঁর হাতে নাকি শটের বৈচিত্র্য নেই। হাতে রয়েছে কম শট।
এত পর্যন্ত পড়ার পরে অনেকেই অবাক হতে পারেন এই ভেবে যে কে এমন মন্তব্য করলেন? তিনি অভিষেক শর্মা। কনিষ্ঠ ফরম্যাটে ভারতের নতুন হার্টথ্রব।
সবথেকে কম বল খেলে দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড অভিষেকের ঝুলিতে। ২৮৯৮ বলে নতুন রেকর্ড গড়ার পথে অভিষেক পিছনে ফেলে দিয়েছেন ক্যারিবিয়ান দৈত্য আন্দ্রে রাসেলকে।
এহেন অভিষেক বলেছেন, ''আমার খেলা মোটেও ঝুঁকিপূর্ণ নয়। আমি খুব একটা শক্তিশালী নই। টাইমিং নির্ভর ব্যাটার আমি। বল দেখে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কাজ করি আমি। ম্যাচের একদিন আগে বা নেটসেশনে পরিকল্পনা করে থাকি।''
ব্যাট করতে নামার পর থেকেই অভিষেক শর্মা মারমুখী ব্যাটিং শুরু করে দেন। সেই প্রসঙ্গে তিনি বলছেন, ''বোলার কোথায় বল করতে চাইছে বা আমি কোথায় শট খেলতে চাইছি, ভিডিও দেখে তার সম্পর্কে ধারণা পাওয়া যায়। শেষমেশ যে ব্যাপারটা কাজ করে তা হল, নিজের শটের উপরে ভরসা রাখা। আমার হাতে শটের বৈচিত্র্য বিশেষ নেই। হাতে রয়েছে অল্প কয়েকটা শট। সেগুলো অনুশীলন করে ম্যাচের সময়ে ঠিকমতো খেলার চেষ্টা করি।''
২০২৪ সালের জুলাইয়ে অভিষেক হয় অভিষেকের। এখনও পর্যন্ত তিনি ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ঈর্ষণীয় স্ট্রাইক রেট তাঁর। করেছেন ২টি সেঞ্চুরি, সাতটি হাফ সেঞ্চুরির মালিক। সেই অভিষেক এখন নেমেই ব্যাট হাতে ঝড় তুলছেন।
