আজকাল ওয়েবডেস্ক:‌ ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফাইনাল ৯ মার্চ। টিকিট বিক্রি শুরু হবে মঙ্গলবার ২৮ জানুয়ারি থেকে। প্রথমে বিক্রি হবে গ্রুপ ম্যাচের টিকিট বিক্রি। সোমবারই একথা যৌথ বিবৃতিতে জানিয়েছে পাক ক্রিকেট বোর্ড ও আইসিসি। 


পাকিস্তানে গ্রুপ লিগের সব ম্যাচ হবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। দুবাইয়ে ম্যাচের টিকিট বিক্রির কথা এখনও জানানো হয়নি। জানা গেছে মঙ্গলবার সকাল ১০টা থেকে গ্রুপ ম্যাচের টিকিট ও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের টিকিট বিক্রি হবে। বিক্রি করা হবে জেনারেল স্ট্যান্ডের টিকিট। যার মূল্য পাকিস্তানি টাকায় ১০০০ ও ১৫০০। জানা গেছে ১০টি ম্যাচের টিকিটই বিক্রি করা হবে। সবটাই হবে অনলাইনে।


আর কাউন্টার থেকে কিছু টিকিট বিক্রি হবে ৩ ফেব্রুয়ারি থেকে। সূত্রের খবর, দুবাইয়ে ভারতের ম্যাচের টিকিটও শীঘ্রই বিক্রি শুরু হবে। আর প্রথম সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি হবে পরে। কারণ ভারত শেষ চারে কিংবা ফাইনালে গেলে তবেই দুবাইয়ে ম্যাচের প্রশ্ন আসবে।


প্রসঙ্গত, এবার হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট। ভারত খেলতে যেতে রাজি নয় পাকিস্তানে। তারা খেলবে দুবাইয়ে।