আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট বিক্রি শুরু হয়ে গেছে আগেই। এবার দুবাইয়ে শুরু হল ভারত ম্যাচের টিকিট বিক্রি। জানা গেছে, সোমবার ৩ ফেব্রুয়ারি সন্ধে থেকে শুরু হবে টিকিট বিক্রি। জানা গেছে, ভারতের তিনটি গ্রুপ লিগের ম্যাচ ও প্রথম সেমিফাইনাল ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে সোমবার সন্ধে থেকে। দাম শুরু ভারতীয় টাকায় ২,৯০০ টাকা থেকে। সন্ধে সাড়ে পাঁচটা থেকে শুরু হবে টিকিট বিক্রি।
প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফাইনাল ৯ মার্চ। খেলা হবে পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। সেখানে এক সপ্তাহ আগেই টিকিট বিক্রি শুরু হয়ে শেষও হয়ে গেছে। আইসিসি জানিয়েছে, দুবাইয়ে প্রথম সেমিফাইনাল ম্যাচের পর ফাইনালের টিকিট বিক্রি শুরু হবে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে আট দল। দুটি গ্রুপে চারটি করে দলকে রাখা হয়েছে। সেরা দুটি করে দল যাবে শেষ চারে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু হাইব্রিড মডেলে ভারত খেলবে দুবাইয়ে। টিম ইন্ডিয়া ফাইনালে উঠলেও সেই ম্যাচ হবে দুবাইয়ে। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়েই হবে ভারত–পাক মহারণ।
