আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কি বিদায় নিতে হবে হরমনপ্রীতদের? রবিবার অস্ট্রেলিয়ার মহিলা দলের কাছে হার মেনে ভারত এখন খাঁদের কিনারায়। গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ভারতের জিয়নকাঠি এখন পাকিস্তানের হাতে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সোমবার  নিউজিল্যান্ডের সামনে পাকিস্তান। ইমরান খানের দেশ যদি কিউয়িদের মাটি ধরাতে পারে, তবেই টুর্নামেন্টে টিকে থাকবেন হরমনপ্রীতরা। যে নেট রান রেট প্রথম থেকে কাঁটা হয়েছিল ভারতের কাছে, সেই নেট রান রেটে ভর করেই ভারত শেষ চারের টিকিট জোগাড় করে ফেলবে। 

'এ' গ্রুপ থেকে শেষ চারে যেতে পারে ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে যে কোনও একটি দল। গ্রুপে ভারত ও নিউ জিল্যান্ডের পয়েন্ট ৪। নেট রানরেটে ভারত এগিয়ে থাকায় দু' নম্বরে। কিউয়িরা তিনে। তবে নিউ জিল্যান্ড একটি ম্যাচ কম খেলেছে। ভারতের আর কোনও ম্যাচ বাকি নেই। আর পাকিস্তানের পয়েন্ট ২। 

পাকিস্তান যদি নিউ জিল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে তিনটি দলেরই পয়েন্ট হবে ৪। সেই ক্ষেত্রে নেট রান রেট পার্থক্য গড়ে দিতে পারে। পাকিস্তান জিতলে ভারতের জন্য শেষ চারের দরজা খুলে যাবে। আর নিউ জিল্যান্ড জিতলে ভারতের বিদায় ঘটে যাবে। ম্যাচ পরিত্যক্ত হলেও বিদায় নিতে হবে ভারত ও পাকিস্তানকে।