আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার ফাইনালে চমক। দু'জন ৯.৭৯ সেকেন্ডে দৌড় শেষ করে। যার ফলে ইভেন্ট শেষ হওয়ার পরেও বোঝা যাচ্ছিল না কে জিতেছে। আমেরিকার নোয়া লাইস এবং জামাইকার কিশানে থম্পসন ঘড়ি ধরে একই সময় দৌড় শেষ করে। শেষপর্যন্ত জামাইকার থম্পসনের রাজ শেষ করে ১০০ মিটারে সোনা জেতে নোয়া। জায়ান্ট স্ক্রিনে তাঁর নাম ভেসে ওঠে। জানা যায়, সেকেন্ডের হাজার ভাগ হিসেব করে নোয়াকে জয়ী ঘোষণা করা হয়েছে। নোয়া ৯.৭৮৪ সেকেন্ডে দৌড় শেষ করেন। সেখানে কিশানে করেন ৯.৭৮৯ সেকেন্ডে। অর্থাৎ o.০০৫ সেকেন্ড দুই প্রতিযোগীর মধ্যে পার্থক্য গড়ে দেয়। ২০ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও প্রতিযোগী অলিম্পিকে ১০০ মিটারে সোনা জিতল। ২০০৪ সালে জাস্টিন গ্যাটলিন শেষবার সোনা জেতেন। ১০০ মিটারে সবচেয়ে সফল দেশ আমেরিকা। এই বিভাগে ১৬টি সোনা রয়েছে তাঁদের। এই সাফল্য অন্য কোনও দেশের নেই। কিন্তু মাঝে জামাইকার কাছে পিছিয়ে পড়েছিল। দুই দশক পরে দেশকে সোনা এনে দিলেন নোয়া।
দৌড় শেষ হওয়ার পর নোয়া এবং থম্পসন দু'জনেই জায়ান্ট স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলেন। জয়ের বিষয়ে কেউই নিশ্চিত ছিলেন না। বিজয়ীর নাম ঘোষণা করতে কিছুটা সময় লাগে। তাঁর নাম ঘোষণা হতেই আবার ট্র্যাকে দৌড়তে শুরু করেন নোয়া। গ্যালারিতে ছিলেন তাঁর মা এবং পরিবারের বাকি সদস্যরা। জেতার পর নোয়া বলেন, 'দারুণ মুহূর্ত। আমি এতগুলো বছর ধরে জামাইকার রাজত্ব দেখেছি। আমি আগেই বলেছিলাম, আমি যেদিন নামব, সেদিন সব বদলে যাবে। আমি কথা রেখেছি। শেষটা এর থেকে ভাল হতে পারত না। বোঝা যাচ্ছিল না কে জিতেছে। এটাই তো দর্শকদের প্রাপ্তি।' জেতার পর উচ্ছ্বাসে, আবেগে সেরেমনিয়াল বেল ছাড়তেই চাইছিলেন না নোয়া।
দৌড় শেষ হওয়ার পর নোয়া এবং থম্পসন দু'জনেই জায়ান্ট স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলেন। জয়ের বিষয়ে কেউই নিশ্চিত ছিলেন না। বিজয়ীর নাম ঘোষণা করতে কিছুটা সময় লাগে। তাঁর নাম ঘোষণা হতেই আবার ট্র্যাকে দৌড়তে শুরু করেন নোয়া। গ্যালারিতে ছিলেন তাঁর মা এবং পরিবারের বাকি সদস্যরা। জেতার পর নোয়া বলেন, 'দারুণ মুহূর্ত। আমি এতগুলো বছর ধরে জামাইকার রাজত্ব দেখেছি। আমি আগেই বলেছিলাম, আমি যেদিন নামব, সেদিন সব বদলে যাবে। আমি কথা রেখেছি। শেষটা এর থেকে ভাল হতে পারত না। বোঝা যাচ্ছিল না কে জিতেছে। এটাই তো দর্শকদের প্রাপ্তি।' জেতার পর উচ্ছ্বাসে, আবেগে সেরেমনিয়াল বেল ছাড়তেই চাইছিলেন না নোয়া।
