আজকাল ওয়েবডেস্ক: বিবাহ বিচ্ছেদের মামলা চলছে যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার। সেই নিয়ে এবার বড় খবর সামনে এল। বোম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বিবাহ বিচ্ছেদের আগে ছয় মাসের কুলিং পিরিয়ড খারিজ করে দেওয়া হল। ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। এবার পাঞ্জাব কিংসে খেলবেন চাহাল। সুতরাং, তার আগে ২০ মার্চের মধ্যে মামলা মিটিয়ে নেওয়ার নির্দেশ দিল কোর্ট। বার অ্যান্ড বেঞ্চের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, 'হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ফ্যামিলি কোর্টের ছয় মাসের কুলিং পিরিয়ড খারিজ না করার সিদ্ধান্ত মেনে নেয়নি বোম্বে হাইকোর্ট।'
২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় চাহাল এবং ধনশ্রীর। ২০২২ সালের জুন মাস থেকে আলাদা থাকেন দু'জন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বান্দ্রা ফ্যামিলি কোর্টে ডিভোর্সের আবেদন জানান। একইসঙ্গে ছয় মাসের কুলিং পিরিয়ড খারিজ করার আবেদনও করা হয়। সেকশন ১৩ বি ২ নম্বর ধারা অনুযায়ী, বিবাহ বিচ্ছেদের আবেদন জমা দেওয়ার ছয় মাস পরে সিদ্ধান্ত জানায় কোর্ট। দম্পতিদের কুলিং অফ পিরিয়ড দেওয়া হয় যাতে তাঁরা নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিতে পারে। কিন্তু চাহাল এবং ধনশ্রী দু'বছর ধরে আলাদা থাকছে। তাই বোম্বে হাইকোর্ট মনে করেছে, তাঁদের ক্ষেত্রে ছয় মাসের কুলিং অফ পিরিয়ড প্রযোজ্য নয়। একটি রিপোর্ট অনুযায়ী, ৪ কোটি ৭৫ লক্ষ টাকার খোরপোষ দিতে রাজি হয়েছে চাহাল। তবে এখনও পর্যন্ত ২ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা এরমধ্যেই দিয়ে দিতে হবে। তবে ২০ মার্চের মধ্যে এই মামলা মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে ফ্যামিলি কোর্টকে। আসন্ন আইপিএলের কথা ভেবেই এই সিদ্ধান্ত।
