আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সেরা বোলার জশপ্রীত বুমরাহ। তাঁর প্রেমকাহিনি রূপকথার মতোই। 

হরভজন সিং ও গীতা বসরার 'হু ইজ দ্য বস' শোয়ে নিজেদের প্রেম, বিয়ে নিয়ে কথা বলেছেন। বুমরাহ বলেন, ''তখন কোভিড। প্রতিটি দলই বাবলের মধ্যে ছিল। আমরা খুবই ভাগ্যবান। সঞ্জনা কেকেআর শিবিরে ছিল। আমি মুম্বই ইন্ডিয়ান্সে। আমরা আবু ধাবিতে ছিলাম। টুর্নামেন্ট কত দ্রুত শেষ হবে  আংটি নিয়ে আমি অপেক্ষায় ছিলাম। বাবলের জন্যই আমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি। মাঠে দেখা হতো।'' 

সেবারের টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স দ্রুত ছিটকে গিয়েছিল। কেকেআর দ্রুত ছিটকে যাওয়ায় সব থেকে খুশি হয়েছিলেন সঞ্জনা। সেই রহস্য ফাঁস করে বুমরাহর স্ত্রী বলেন, ''একমাত্র আমিই খুশি হয়েছিলাম কেকেআর ছিটকে যাওয়ায়।'' 

সঞ্জনাকে কীভাবে প্রপোজ করেছিলেন বুমরাহ, সেই কাহিনিও ফাঁস করেন ভাজ্জি-গীতা বসরার ইউটিউব চ্যানেলের শোয়ে। বুমরাহ বলছেন, ''ও বাইরে ছিল। অনেককে বললাম, আমি এই আংটি এনেছি।  বাবল টু বাবল ট্রান্সফারের যদি ব্যবস্থা করা যায়। সেই ট্রান্সফার অবশেষে হয়ে গেল। সঞ্জনা আসায় আমি নিজেই সবকিছু করি। কেক রেখেছিলাম। ঘরও সাজিয়ে রেখেছিলাম। আংটিও তৈরি ছিল।''

সঞ্জনা বললেন অন্য এক গল্প, ''আমি তখন ঘরে সদ্য পা রেখেছি। আমাকে পীড়াপিড়ি করে বলতে শুরু করল, বারান্দায় চলো। আমি বললাম, আরে আমাকে একটু জল তো খেতে দাও। বুমরাহ কিছুতেই মানবে না। অগত্যা আর কী বারান্দায় এলাম। মোমবাতি জ্বালালাম। এদিকে হাওয়া বইছিল। আলো নিভে যাচ্ছিল। আলো যাতে না নেভে, সেই কারণে তোয়ালে টাঙানো ছিল।'' প্রেমের গল্প, বিয়ের গল্প খুল্লমখুল্লা জানালেন বুমরাহ ও সঞ্জনা।