আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের হংকং সিক্সেস টুর্নামেন্টের আসর জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। শুক্রবার মং কক স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ‘পুল সি’-র রোমাঞ্চকর ম্যাচে ডাকওয়ার্থ-লুইস (DLS) পদ্ধতিতে দুই রানে পাকিস্তানকে হারাল দীনেশ কার্তিকের দল।
টস জিতে প্রথমে বোলিং নেওয়া পাকিস্তানের বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হন ভারতের দুই ওপেনার রবিন উথাপ্পা ও ভারত চিপলি। উথাপ্পা ১১ বলে ২৮ রান করেন, যেখানে ছিল ২টি চার ও ৩টি ছয়।
চিপলি ১৩ বলে ২৪ রান যোগ করেন, ২টি বাউন্ডারি ও ২টি ছয়ের সাহায্যে। ওপেনাররা বিধ্বংসী ইনিংসের মঞ্চ তৈরি করে দেওয়ার পর শেষ দিকে অধিনায়ক দীনেশ কার্তিক অপরাজিত ১৭ রান (৬ বলে) করে দলকে নির্ধারিত ছ’ওভারে চার উইকেট হারিয়ে ৮৬ রানে পৌঁছে দেন।
পাকিস্তানের ইনিংসের শুরুটাও ছিল দারুণ। তিন ওভার শেষে তাদের স্কোর ছিল ৪১/১। আব্বাস আফ্রিদির দল তখন জয়ের লক্ষ্যেই এগোচ্ছিল, কিন্তু ঠিক তখনই নামে বৃষ্টি। খেলা আর শুরু করা সম্ভব না হওয়ায় ডার্কওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী ভারত দুই রানে জয় পায়।
স্টুয়ার্ট বিনির দ্বিতীয় ওভার (১ উইকেট, ৭ রান) ছিল ভারতের পক্ষে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত, যা শেষ পর্যন্ত জয়ের ভিত্তি গড়ে দেয়।এই জয়ে ‘পুল সি’-তে এগিয়ে গেল ভারত, যেখানে তাদের সঙ্গে রয়েছে কুয়েত। অন্যদিকে পাকিস্তানকে এখন ঘুরে দাঁড়াতে হবে পরবর্তী ম্যাচে।
পুল বি-তে অস্ট্রেলিয়া মাত্র তিন ওভারে ৮৮ রান তাড়া করে ১০ উইকেটে হারায় সংযুক্ত আরব আমিরশাহিকে। জ্যাক উড ঝড় তুললেন ১১ বলে ৫৫ রানে, সঙ্গে নিক হবসনের অপরাজিত ২৬ (৫ বলে)।
পুল এ-তে আফগানিস্তান বজায় রাখল তাদের অপরাজিত ধারা, দক্ষিণ আফ্রিকাকে হারাল ৪৯ রানে। অধিনায়ক গুলবাদিন নাইব ১২ বলে ৫০ এবং করিম জানাত ১১ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ১৪৮/২ রানে পৌঁছে দেন। জবাবে দক্ষিণ আফ্রিকা করতে পারে মাত্র ৯৯/২।
পুল ডি-তে বাংলাদেশ ১৪ রানে হারায় শ্রীলঙ্কাকে। অধিনায়ক আকবর আলির ৯ বলে ৩২ রানের ইনিংস ও মোসাদ্দেক হোসেনের ৩/২০ বল হাতে দাপট দেখায়।
দিনের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের লড়াই বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। নব্বইয়ের দশকে শুরু হওয়া হংকং সিক্সেস আবারও প্রমাণ করল তার জনপ্রিয়তা। প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনা মিলিয়ে এই টুর্নামেন্টই যেন ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর উৎসব।
