আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে ড্র। দ্বিতীয় ম্যাচে হার। সিরিজ হারার সম্ভাবনা রয়েছে। তিন ম্যাচের সিরিজ ০-১ এ পিছিয়ে ভারত। বাকি শেষ ম্যাচ। ১৯৯৭ সালের পর ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের সিরিজ জয়ের হাতছানি শ্রীলঙ্কার সামনে। দায়িত্ব নেওয়ার পরপরই গৌতম গম্ভীরের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠে গেল। প্রশ্ন তুললেন তাঁরই প্রাক্তন সতীর্থ। আশিস নেহরা মনে করেন, শ্রীলঙ্কা সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে খেলানোর ভুল করেছেন গম্ভীর। তাঁদের পরিবর্তে কয়েকজন তরুণ ক্রিকেটারকে দেখে নেওয়া উচিত ছিল। এই সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র একটি একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। ২০২৫ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। তাই দুই মহাতারকার বদলে অন্য ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত ছিল গম্ভীরের। 
আশিস নেহরা বলেন, 'আর ২-৩ মাস পরে ভারত পরের সিরিজ খেলবে। তাই আমার মনে হয় শ্রীলঙ্কা সিরিজে রোহিত এবং বিরাটের মতো প্লেয়ারদের না খেলাতেই পারত। আমার মতে, এই সিরিজে বাকিদের সুযোগ দেওয়া উচিত ছিল। আমি জানি গম্ভীর সবে ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছে। তাই অভিজ্ঞ প্লেয়ারদের সঙ্গে কিছুটা সময় কাটাতে চায়। তবে এমন নয় যে ও ওদের দু'জনকে চেনে না। ও বিদেশি কোচ নয়। কোহলি, রোহিতের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে হবে না। তাই এই সিরিজে নতুনদের দেখে নেওয়ার সুযোগ ছিল। ঘরের মাঠে সিরিজ হলে রোহিত এবং কোহলি খেলতে পারত। আমি বলছি না, ও ভুল করেছে। তবে এই স্ট্র্যাটেজিতে এগোতে পারত।' প্রসঙ্গত, কোচ বাছাইয়ের সময় একবার আশিস নেহরার নামও ভেসে আসে। কিন্তু ভারতের প্রাক্তন পেসার আগ্রহী ছিলেন না।
আশিস নেহরা বলেন, 'আর ২-৩ মাস পরে ভারত পরের সিরিজ খেলবে। তাই আমার মনে হয় শ্রীলঙ্কা সিরিজে রোহিত এবং বিরাটের মতো প্লেয়ারদের না খেলাতেই পারত। আমার মতে, এই সিরিজে বাকিদের সুযোগ দেওয়া উচিত ছিল। আমি জানি গম্ভীর সবে ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছে। তাই অভিজ্ঞ প্লেয়ারদের সঙ্গে কিছুটা সময় কাটাতে চায়। তবে এমন নয় যে ও ওদের দু'জনকে চেনে না। ও বিদেশি কোচ নয়। কোহলি, রোহিতের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে হবে না। তাই এই সিরিজে নতুনদের দেখে নেওয়ার সুযোগ ছিল। ঘরের মাঠে সিরিজ হলে রোহিত এবং কোহলি খেলতে পারত। আমি বলছি না, ও ভুল করেছে। তবে এই স্ট্র্যাটেজিতে এগোতে পারত।' প্রসঙ্গত, কোচ বাছাইয়ের সময় একবার আশিস নেহরার নামও ভেসে আসে। কিন্তু ভারতের প্রাক্তন পেসার আগ্রহী ছিলেন না।
