আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার ছোট্ট পরামর্শে ফল পেয়েছিলেন হর্ষিত রানা।
সিডনিতে অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডেতে হর্ষিত রানা নেন চার-চারটি উইকেট। ৮.৪ ওভার হাত ঘুরিয়ে ৩৯ রানের বিনিময়ে তাঁর চার শিকার। এই তালিকায় রয়েছেন অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, মিচেল ওয়েন ও জশ হ্যাজলেউড।
হর্ষিত রানার বোলিংয়ে ভাল শুরু করেও অস্ট্রেলিয়া থেমে গিয়েছিল ২৩৬ রানে। পুরো ওভার খেলতে পারেনি। ৪৬.৩ ওভারেই শেষ হয়ে যায় মার্শদের ইনিংস।
একসময়ে হর্ষিত রানাকে নিয়ে কালি খরচ হয়েছিল সংবাদমাধ্যমের পাতায়।
গৌতম গম্ভীরের ইয়েসম্যান হওয়ায় দলে জায়গা পান বলে শোনা গিয়েছিল। সেই হর্ষিত চার উইকেট তুলে নিয়ে অভিযোগ সব উড়িয়ে দিয়েছিলেন।
সেই ম্যাচেই রোহিত শর্মার কাছ থেকে পেয়েছিলেন অমূল্য পরামর্শ। সেই পরামর্শ নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
শুভমান গিলের কথা না শুনে রোহিত শর্মার কথা শুনেছিলেন রানা। সে কথা নিজেই জানিয়েছিলেন রানা।
হর্ষিত রানাকে প্রশ্ন করা হয়েছিল, কার উইকেট নিয়ে তিনি বেশি খুশি হয়েছেন? ভারতের অলরাউন্ডারের বক্তব্য, ''মিচ ওয়েনের উইকেটটা ফেভারিট। আমি গল্পটা বলছি আপনাদের। শুভমান গিল আমাকে স্লিপ দিতে চেয়েছিল। আমি বলে দিই, স্লিপের দরকার নেই। রোহিত ভাইয়া দাঁড়িয়েছিলেন কভারে। আমাকে বলে ওঠেন, স্লিপ নিয়ে নে। আমি যাচ্ছি স্লিপে। আমি মেনে নিই। বলি ঠিক আছে ভাইয়া, আপনি দাঁড়ান। আমি উইকেটটা পাই।''
৩৮-তম ওভারে রানার ডেলিভারিতে প্রথম স্লিপে ক্যাচ তোলেন ওয়েন। রোহিতই সেই ক্যাচটি ধরেন। উইকেট পাওয়ার পরে রানার দিকে রোহিত আঙুল তুলে হাসেন। তাঁর পরামর্শ যে সঠিক ছিল, সেটা ইঙ্গিতে বোঝান রোহিত।
এক পডকাস্টে আলোচনার সময়ে হর্ষিত রানা পুরনো প্রসঙ্গ উত্থাপ্পন করেন।
রবিবার ভারত-নিউ জিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচ। সিরিজের ফলাফল এখন ১-১। সিরিজ নির্ণায়ক এই ম্যাচ জিতলে ওয়ানডে সিরিজ জিতে নেবে ভারতীয় দল।
🚨Harshit Rana Reveals Rohit Sharma’s Smart Fielding Call.!!🚨
— Sam (@Cricsam01)
—After Carey’s wicket, I didn’t want a slip fielder. Rohit bhai told me to keep one.
On the very next ball,I got a wicket.
After that, Rohit said — always keep a slip when a new batter comes.pic.twitter.com/UxCRJCXfChTweet by @Cricsam01
