আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা একেবারেই ছন্দে নেই। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুযোগ পাচ্ছেন। এই পরিস্থিতিতে ভারতীয় মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার আঞ্জুম চোপড়া বলছেন, রোহিতের ব্যর্থতার জন্যই মুম্বই প্রয়োজনীয় শুরুটা করতে পারছে না।
 
 এটা ঘটনা আইপিএলে একেবারেই ছন্দে নেই রোহিত। তাই তো আঞ্জুম চোপড়া বলেছেন, ‘ছন্দে না থাকাটা অপরাধ নয়। তবে রোহিত রানে না থাকায় মুম্বই যে শুরুটা চাইছে সেটা হচ্ছে না। আমি বলব রোহিতকে দরকারে পরে নামানো হোক। বাকিদের সুযোগ দেওয়া হোক।’ এরপরই তিনি বলেছেন, ‘আসলে শুধু অফ ফর্ম নয়। রোহিতের শুরুটা ভাল হচ্ছে না। একবার ভাল শুরু পেয়ে গেলে রোহিতকে আটকানো মুশকিল।’ 
 
 তিনি আরও বলেছেন, ‘আইপিএল হোক বা বিশ্বকাপ। সেরা ব্যাটার রানে না থাকলে সমস্যা হবেই। অনেকেই এই জায়গা থেকে বেরিয়ে আসে। আবার অনেকেই পারে না। আমার মনে হয় রোহিত এই জায়গা থেকে বেরিয়ে আসবে এবং রান করবে।’
 
 প্রসঙ্গত, ছয় ম্যাচ খেলে মুম্বই জিতেছে মাত্র দুটিতে পয়েন্ট চার। পয়েন্ট টেবিলে আছে সাত নম্বরে। পাঁচবারের আইপিএল জয়ীদের এই ছন্দে না থাকা প্রশ্ন তুলছে। আর রোহিতের খারাপ ফর্ম তো রয়েছেই। 
