বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আর গায়ক নিক জোনাস বরাবরই তাঁদের সম্পর্ক দিয়ে নজর কাড়েন। হোক তা সোশ্যাল মিডিয়ায় কিংবা ব্যক্তিগত জীবনের মুহূর্তে। এবার আবারও প্রকাশ্যে এল তাঁদের ভালবাসার এমনই এক মিষ্টি অধ্যায়ের গল্প। প্রিয়াঙ্কা জানালেন, কীভাবে একবার করবা চৌথের উপোসের জন্য চাঁদ দেখাতে নিক তাঁকে আক্ষরিক অর্থেই ‘মেঘের ওপরে’ নিয়ে গিয়েছিলেন।

 

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো ৪’-এ হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানে স্বামী নিক জোনাসের সঙ্গে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। বিশেষ করে করবা চৌথ রীতি উপলক্ষে তাঁর প্রতি নিকের যত্ন আর ভালবাসার কথা বলতে গিয়ে দেশি গার্ল শেয়ার করেন এক অসাধারণ স্মৃতি।

 

প্রিয়াঙ্কার কথায়, “আমরা এমন সব অদ্ভুত জায়গায় চাঁদ খুঁজেছি যে কী বলব! একবার নিক স্টেডিয়ামে শো করছিল, আর আমরা চাঁদ দেখব বলে অপেক্ষা করছি। আকাশে ঘন মেঘ, বৃষ্টি নামার জোর প্রস্তুতি, চারপাশে ৬০–৭০ হাজার মানুষ, তবু চাঁদের দেখা নেই। রাত ১০টা, ১১টা বেজে গিয়েছিল তবু চাঁদ উঠল না।” এরপর অভিনেত্রীর বলা গল্পে আসে এই ঘটনার সবচেয়ে রোমান্টিক অংশটি -“তারপর নিক বলল, চলো। সে আমাকে বিমানে বসিয়ে মেঘের উপরে নিয়ে গেল! সেখান থেকে আমাকে চাঁদ দেখাল, আর তখনই আমি উপোস ভাঙলাম।”

 

এখানেই অবশ্য মজা থামেনি। কপিল মজার ছলে জিজ্ঞেস করেন, “তারপর? শুধু উপোসই ভাঙলে?” হেসে প্রিয়াঙ্কার জবাব, “না, মিষ্টিও খেয়েছি!” ২০১৮ সালের জুলাইয়ে এনগেজমেন্টের পরই প্রথম সম্পর্কের কথা প্রকাশ করেন প্রিয়াঙ্কা ও নিক। ওই একই বছরের ডিসেম্বরেই যোধপুরের উমেদ ভবন প্যালেসে খ্রিস্টান ও হিন্দু -দু’ধরনের রীতিতে বিয়ে করেন তাঁরা। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাঁদের কন্যা, মালতী মেরি।

 


‘মেরি কম’, ‘দিল ধড়কনে দো’, ‘বাজিরাও মস্তানি’, ‘জয় গঙ্গাজল’-এর পর দীর্ঘ বিরতির পর আবার ভারতীয় পর্দায় ফিরতে চলেছেন প্রিয়াঙ্কা। এস. এস. রাজামৌলির তেলুগু ছবি ‘বারাণসী’-তে তাঁকে দেখা যাবে। ছবিতে মহেশ বাবু রয়েছেন রুদ্ররূপে, প্রিয়াঙ্কা মন্দাকিনীর চরিত্রে এবং পৃথ্বীরাজ সুকুমারন কুম্ভর ভূমিকায়। ২০২৭ সালের সংক্রন্তির সময়ে মুক্তির পরিকল্পনা রয়েছে এই ছবির।

 

প্রসঙ্গত, রাজামৌলির এই মহাকাব্যিক ছবির মুক্তির এখনও এক বছরেরও বেশি বাকি, কিন্তু তার আগেই ছবি ঘিরে উত্তেজনা আছড়ে পড়েছে ইন্ডাস্ট্রিতে। ২০২৭ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা এই ছবির। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, মুক্তির আগেই এই ছবি তার গ্লোবাল স্ট্রিমিং রাইটস থেকে প্রায় ১০০০ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারে! বলা হচ্ছে, আন্তর্জাতিক ওটিটি বাজারে এই মুহূর্তে ভারতের সবচেয়ে ‘হট প্রপার্টি’ হয়ে উঠেছে রাজামৌলির ‘বারাণসী’।

 

 

 

 

মজার বিষয়, ছবির শিরোনাম ঘোষণা হয়েছে মাস দুয়েকও হয়নি, তার আগেই শুরু হয়ে গিয়েছে তুমুল হাইপ। রাজামৌলির বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা, সঙ্গে মহেশ বাবু-প্রিয়াঙ্কা-পৃথ্বীরাজের তারকাখচিত কাস্ট - সব মিলিয়ে ‘বারাণসী’ যেন মুক্তির অনেক আগেই এক ইভেন্ট। তাই অবাক হওয়ার কিছু নেই যে, একাধিক আন্তর্জাতিক স্ট্রিমিং জায়ান্ট ইতিমধ্যেই এই ছবির ডিজিটাল স্বত্ব কিনতে মরিয়া হয়ে উঠেছে।খবর,“আরআরআর-এর আন্তর্জাতিক সাফল্য ও অস্কার জয়ের পর রাজামৌলি এখন গ্লোবাল মার্কেটে একটি ব্র্যান্ড। ‘বাহুবলী ২’ বিদেশে আয় করেছিল ৬২ মিলিয়ন ডলারেরও বেশি। সেই কারণেই তাঁর পরবর্তী ছবিকে ঘিরে স্ট্রিমিং বাজারে শুরু হয়ে গিয়েছে বিডিং ওয়ার। ওটিটি প্ল্যাটফর্মগুলি হলিউড-পর্যায়ের অঙ্ক বিবেচনা করছে, চূড়ান্ত পরিমাণ ১০০০ কোটি পর্যন্ত যেতে পারে।” এই টাকার অঙ্ক বাস্তবায়িত হলে, মুক্তির আগেই ডিজিটাল স্বত্ব থেকে আয়ের নিরিখে ভারতীয় ছবির ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করবে ‘বারাণসী’। এর সঙ্গে যদি স্যাটেলাইট, মিউজিক ও প্রেক্ষাগৃহে মুক্তির স্বত্ব যোগ করা হয়, তবে ছবিটি ইতিমধ্যেই অন্যতম সবচেয়ে বড় ভারতীয় প্রজেক্ট হিসেবে আত্মপ্রকাশ করছে।