আজকাল ওয়েবডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার পরবর্তী বড় অগ্রগতি আরও উন্নত যুক্তিবোধ থেকে আসবে না। সেখানে জোর দেওয়া হবে স্মৃতিশক্তিকে। এমনই চমকপ্রদ তথ্য তুলে ধরেছেন ওপেনএআইয়ের প্রধান কর্তা স্যাম অল্টম্যান। সম্প্রতি এক পডকাস্ট আলোচনায় তিনি ভবিষ্যতের এআই নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন।
অল্টম্যানের মতে, বর্তমান এআই টুলগুলো জটিল যুক্তিনির্ভর কাজ করতে বেশ দক্ষ হলেও দীর্ঘমেয়াদি স্মৃতির ক্ষেত্রে তারা এখনও পিছিয়ে। মানুষকে তিনি সেরা সহকারী হিসেবে উল্লেখ করেন, কারণ মানুষ প্রসঙ্গ ও সূক্ষ্মতার গুরুত্ব বোঝে। তবে মানুষের বড় সীমাবদ্ধতা হল সব তথ্য বা অভিজ্ঞতা দীর্ঘদিন ধরে নিখুঁতভাবে মনে রাখতে পারে না।
এআইয়ের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা নেই বলেই মনে করেন অল্টম্যান। তার মতে, এআই যদি একজন ব্যবহারকারীর সারা জীবনের তথ্য মনে রাখতে পারে—কথোপকথন, ই-মেল, নথি, পছন্দ-অপছন্দ—তাহলে সেটিই হবে আসল গেমচেঞ্জার। এই ধরনের স্মৃতি এআইকে এমন প্যাটার্ন বুঝতে সাহায্য করবে, যা অনেক সময় ব্যবহারকারীর নিজের কাছেও স্পষ্ট নয়।
তিনি জানান, ওপেনএআই ইতিমধ্যেই এই দিকেই কাজ করছে। অল্টম্যানের ইঙ্গিত অনুযায়ী, ২০২৬ সাল থেকেই আরও উন্নত, মেমোরি-নির্ভর ব্যক্তিগত এআই সহকারীর আবির্ভাব হতে পারে। তখন এআই আর শুধু আলাদা আলাদা প্রশ্নের উত্তর দেবে না, বরং বছরের পর বছর জমে থাকা তথ্যের ভিত্তিতে গভীরভাবে ব্যক্তিগত ফলাফল দিতেও সক্ষম হবে।
অল্টম্যানের ভাষায়, স্থায়ী স্মৃতি এআইয়ের জন্য এক বড় মুহূর্ত। এতে এআই একটি প্রতিক্রিয়াশীল টুল থেকে রূপ নেবে প্রোঅ্যাকটিভ সহকারীতে, যা ব্যবহারকারীর প্রয়োজন আগেভাগেই অনুমান করতে পারবে এবং বর্তমান ব্যবস্থার তুলনায় অনেক বেশি নিখুঁতভাবে সাড়া দেবে।
এই আলোচনাটি ছিল ওপেনএআইয়ের দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে। সেখানে সম্প্রসারণ, এআই-চালিত ডিভাইস এবং ভবিষ্যতে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স পৌঁছানোর কথাও উঠে আসে।
পডকাস্টে অল্টম্যান ওপেনএআইয়ের ভেতরে জারি হওয়া তথাকথিত ‘কোড রেড’ সতর্কবার্তা নিয়েও কথা বলেন, যা এআই খাতে বাড়তে থাকা প্রতিযোগিতার প্রেক্ষিতে চালু হয়। তিনি একে আতঙ্ক নয়, বরং সচেতন ও দ্রুত প্রতিক্রিয়া জানানোর কৌশল হিসেবে ব্যাখ্যা করেন।
তার মতে, শক্ত প্রতিদ্বন্দ্বী দেখা দিলে দ্রুত সতর্ক হওয়া একটি সুস্থ প্রতিষ্ঠানের লক্ষণ। ডিপসিকের মতো নতুন প্রতিযোগীরা সামনে এলে আগেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও জানান তিনি। যদিও তিনি স্বীকার করেন ওপেনএআইয়ের পাশাপাশি অন্য সংস্থার সাফল্যের জায়গাও রয়েছে। তাই এখানে প্রতিযোগিতার বাজার আরও তীব্র হবে।
