আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্টে খেলেননি। জিতেছিল ভারত। অ্যাডিলেডে তিনি ফিরলেন। দলকে নেতৃত্ব দিলেন। কিন্তু ভারত হার মানল আড়াই দিনেই। অধিনায়ক রোহিত শর্মা নিন্দিত। তাঁর দিকে ধেয়ে এল সমালোচনা। ব্যাটিং করতে নেমেও ব্যর্থ হিটম্যান। নিজে ওপেন করতে না গিয়ে পাঠিয়েছিলেন লোকেশ রাহুলকে। রবি শাস্ত্রীর মতো প্রাক্তন ক্রিকেটার বলেছিলেন, রোহিত শর্মার অভিজ্ঞতা কাজে লাগবে মিডল অর্ডারে। কিন্তু রোহিতের ব্যাট চলল না। 

এই পরিস্থিতিতে রোহিতের সমর্থনে এগিয়ে এলেন দেশের প্রাক্তন স্পিনার হরভজন সিং। ভাজ্জি বলেন, ''এত বড় খেলোয়াড় যখন রান পায় না, তখন চিন্তার কারণ হয়। রোহিতের দক্ষতা রয়েছে, দেশের হয়ে অনেক রানও করেছে। এই ম্যাচে রান পায়নি রোহিত। আগের সিরিজেও রান ছিল না ওর ব্যাটে। রান না পেলে ব্যাটারের উপরে বাড়তে থাকে চাপ।'' 

হরভজন তাঁর অভিজ্ঞতা থেকে ভারত অধিনায়ককে পরামর্শ দিয়ে বলছেন, ''আমরা চাই না ভারত অধিনায়ক রান করার চাপে থাকুক,কারণ রান না পেলে রোহিতের নেতৃত্বকে প্রভাবিত করতে পারে। আশা রাখি, ফর্মে ফিরবে রোহিত। ব্রিসবেনের পরিস্থিতি রোহিতের জন্য উপযুক্ত হতে পারে। অ্যাডিলেডের স্মৃতি পিছনে ফেলে আরও ভাল কীভাবে করা যায় ভবিষ্যতে বা  আরও ভাল কীভাবে খেলতে পারে দল, তা নিয়ে চিন্তাভাবনা করা উচিত। রোহিতের ফর্মের থেকে দল অনেক বেশি গুরুত্বপূর্ণ।'' 

 একসময়ে রোহিতের নেতৃত্ব প্রশংসিত হত। কিন্তু নিউজিল্যান্ড সিরিজ থেকে সেই যে হারতে শুরু করেছেন হিটম্যান, অস্ট্রেলিয়াতেও সেই ধারা অব্যাহ। আর দল হারতে শুরু করলে কাঠগড়ায় তোলা হয় অধিনায়ককেই।