আজকাল ওয়েবডেস্ক: আকষ্মিক টেস্ট অবসরে সবাইকে চমকে দিয়েছেন বিরাট কোহলি। খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারকা ক্রিকেটার। তবে কোহলিকে ইংল্যান্ড সফরে চেয়েছিল বিসিসিআই। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছিল বোর্ড। কিন্তু মন পরিবর্তন করেননি কোহলি। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করেন, আরও দু'বছর খেলতেই পারতেন বিরাট। কোহলি অনুরাগীর সংখ্যা কম না। তাঁর অবসরের খবরে হৃদয় ভেঙে যায় হরভজন সিংয়ের ছোট্ট মেয়েরও। মেনে নিতেই পারেননি। বাবাকে প্রশ্নবাণে জর্জরিত করেন। হরভজন জানালেন, কোহলির অবসরের সিদ্ধান্ত তাঁকে এবং কন্যা হিনায়াকে চমকে দিয়েছে। তাঁর হয়ে বিরাটকে বার্তা পাঠানোর অনুরোধ করেন ভাজ্জির ছোট্ট মেয়ে। যার সুন্দর জবাব দেন তারকা ক্রিকেটার।
ভাজ্জি বলেন, 'আমি বুঝতে পারিনি বিরাট কোহলি কেন অবসর নিল। আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করে, পাপা, বিরাট কোহলি কেন অবসর নিল? বলে, আমি ওকে মেসেজ পাঠাতে চাই। তারপর বিরাট কোহলিকে ও লেখে, আমি হিনায়া। তুমি কেন অবসর নিলে? ও এতটাই হতাশ হয়েছিল। জবাবে বিরাট কোহলি লেখে, বেটা, এটাই আদর্শ সময়।' বিরাটের অবসরের প্রায় সপ্তাহ দুয়েক পর এমন জানান ভাজ্জি। প্রসঙ্গত, ২১০ ইনিংসে কোহলির রান ৯২৩০। রয়েছে ৩০টি শতরান। টেস্টে ১০ হাজার রানের মাইলস্টোনের জন্য অপেক্ষা করেননি। রোহিতের অবসরের পাঁচদিনের মাথায় লাল বলের ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কোহলির অবসরে টেস্টে একটা শূন্যতা তৈরি হবে।
