আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার তারিখ ছিল ১২ জানুয়ারি। একে একে সব দেশই তাঁদের দল ঘোষণা করে দিচ্ছে। শুধু বাকি আছে ভারত এবং পাকিস্তান। প্রথমে শোনা গিয়েছিল, বিসিসিআই রবিবারের মধ্যে দল ঘোষণা করে দেবে। কিন্তু জানা যাচ্ছে, ১৯ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে ভারতীয় বোর্ড। বেছে নেওয়া হবে চূড়ান্ত ১৫ জনের দল। ভারতীয় দল ঘোষণার আগে, প্রাক্তন তারকারা নিজেদের পছন্দের দল বেছে নিচ্ছে। তেমনই হরভজন সিংও বেছে নিলেন তাঁর ১৫ জনের দল। সেই দলে বেশ কয়েকটা চমক রয়েছে। দলে নেই রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল। ঋষভ পন্থের থেকে সঞ্জু স্যামসনকে এগিয়ে রাখলেন ভাজ্জি। হরভজন বলেন, 'অস্ট্রেলিয়ায় হারের পর আমাদের আবেগপ্রবণ হয়ে পড়লে চলবে না। বুদ্ধি খাটিয়ে সেরা দল বেছে নিতে হবে।'
ভাজ্জির দলের অধিনায়ক রোহিত শর্মা। যশস্বী জয়েসওয়ালকে দলে রেখেছেন। তিনে বিরাট কোহলি। চার নম্বরে শ্রেয়স আইয়ার। তাঁর বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে তাঁকে দলে রাখেন। পাঁচে তিলক বর্মা। ছয় নম্বরে সঞ্জু স্যামসন বা ঋষভ পন্থকে দেখতে চান হরভজন। দক্ষিণ আফ্রিকায় খেলায়, পন্থের আগে স্যামসনকে রাখছেন তারকা স্পিনার। অস্ট্রেলিয়ায় লম্বা সফরের পর পন্থকে বিশ্রাম দেওয়া হলে কোনও সমস্যা নেই বলেই মনে করেন। সাত এবং আটে যথাক্রমে হার্দিক পাণ্ডিয়া এবং অক্ষর প্যাটেলকে চান। রবীন্দ্র জাদেজাকে দলে রাখেননি। ভাজ্জি মনে করেন, অক্ষর তাঁর জুতোয় পা গলাতে পারবে। নয় নম্বরে কুলদীপ যাদব। দশ এবং এগারো নম্বরে যশপ্রীত বুমরা ও মহম্মদ সামি। দ্বাদশ ব্যক্তি মহম্মদ সিরাজ। নিজের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সামিকে রাখলেন তারকা স্পিনার। ১৫ জনের স্কোয়াডের বাকি তিনজন নীতিশ কুমার রেড্ডি, শুভমন গিল এবং যুজবেন্দ্র চাহাল। কেএল রাহুলের কথা ভাবলেও, একদিনের ক্রিকেটে গিলের রান তোলার গতির কথা ভেবেই তাঁকে এগিয়ে রাখলেন ভাজ্জি।
