আজকাল ওয়েবডেস্ক: শুভমান গিলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন নেওয়া হল না? 

দেশের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং মনে করেন  আগামিদিনে শুভমন গিল আরও সুযোগ পাবেন। তবে ওয়ানডেতে নেতৃত্বের আর্মব্যান্ড গিলের হাতে তুলে দেওয়াকে সমর্থন করেন ভাজ্জি। তিনি বলেছেন, গিল বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হারেন গিল। সেটাই ছিল ওয়ানডেতে তাঁর প্রথম নেতৃত্বের অ্যাসাইনমেন্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের দিকে লক্ষ্য গিলের। এর আগে ইংল্যান্ডের মাটিতে গিয়ে টেস্ট সিরিজ ২-২ ড্র করেছে গিলের ভারত। কিউয়িদের বিরুদ্ধে গিল এবং তাঁর দল কী করে, সেটাই এখন দেখার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে গিলের বাদ পড়া প্রসঙ্গে ভাজ্জি বলছেন, ''গিল ঘুরে দাঁড়াবেই। শুভমনের প্রত্যাবর্তন নিয়ে আমার মধ্যে কোনও সন্দেহই নেই। আমার মনে হয় টি-টোয়েন্টি ফরম্যাটের জন্যই গিলকে বাদ দেওয়া হয়েছে আর এই দলটাই চেয়েছিল ভারত। ওয়ানডে বা টেস্ট দলে থাকবে না গিল, এটা হতেই পারে নাষ ক্যাপ্টেন হিসেবে ফের প্রত্যাবর্তন ঘটেছে গিলের। আমার মনে হয় গিলের নেতৃত্বে ভারত ভাল খেলবে এবং সিরিজ জিতে নেবে।'' 

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে দল তৈরি করা হয়েছে, তাকে দশে দশ দিচ্ছেন প্রাক্তন অফস্পিনার। 

শুভমান গিল দলে সুযোগ না পাওয়ায় তাঁর জন্য খারাপ লাগছে ভাজ্জির। তবে আগামিদিনে গিল আরও সুযোগ পাবেন বলেই মনে করেন হরভজন। তিনি বলছেন, ''প্রতিটি প্লেয়ারই ম্যাচ উইনার। আশা করি পর পর দু' বার ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে।'' 

গিলকে টেস্ট ও ওয়ানডেতে ক্যাপ্টেন করার পিছনের কারণ হিসেবে ভাজ্জির ব্যাখ্যা, '' ভবিষ্যতের কথা মাথায় রেখে গিলের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়েছে। কখনও কখনও মনে হয় আগে হয়ে গেল সিদ্ধান্তটা। আমার মনে হয় ও এই কাজের জন্য তৈরি। খুব দ্রুত ক্যাপ্টেন্সির আর্ট শিখে ফেলবে গিল। আরও ভাল ফলাফল করবে গিল।'' 

এদিকে পেটের সমস্যায় ছিলেন কাবু। সিকিমের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে পারেননি শুভমন গিল। তবে মঙ্গলবার গোয়ার বিরুদ্ধে তিনি খেলতে পারেন পাঞ্জাবের হয়ে। ম্যাচের আগে শুভমনকে দেখা গিয়েছে অনুশীলন করতে। ব্যাটিং অনুশীলনের পাশাপাশি সতীর্থদের সঙ্গে ফুট–ভলি খেলেছেন তিনি। ক্যাচ ধরতেও দেখা গিয়েছে। বেশ হাসিখুশি ছিলেন শুভমন। তাঁর অনুশীলন দেখে মনে হয়নি তিনি কোনও রকম অস্বস্তিতে আছেন। বেশ কিছু সমর্থক হাজির হয়েছিলেন শুভমনকে দেখতে। তাঁদের দিকে হাত নাড়ান তিনি। সতীর্থদের সঙ্গে হাসিঠাট্টাও করতে দেখা গিয়েছে। জয়পুরে যাওয়ার আগে মোহালিতে গুরকিরত সিং মনের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন শুভমন।