আজকাল ওয়েবডেস্ক:‌ টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন বিরাট কোহলি। লাখো লাখো ক্রিকেট ভক্তদের পাশাপাশি ভেঙে পড়েছে হরভজন সিংয়ের মেয়েও। 
বিসিসিআইও বিরাটকে অনুরোধ করেছিল অন্তত ইংল্যান্ড সিরিজটা খেলে দেওয়ার জন্য। কিন্তু বিরাট রাজি হননি। হরভজন সিংয়ের মেয়ে হিনায়াও অবাক বিরাটের এই সিদ্ধান্তে।


গোটা বিষয়টি সামনে এনেছেন হরভজন সিং। কোহলির টেস্ট অবসরের কথা শুনে হিনায়া নাকি তাঁর বাবাকে জিজ্ঞাসা করেছিল ‘‌কেন কোহলি অবসর নিল।’‌ হরভজন এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি। এরপরই হিনায়া তাঁর বাবাকে জানায়, তাঁর হয়ে বিরাটকে একটা মেসেজ করতে। আর সেই মেসেজের জবাবও দিয়েছেন বিরাট।


হরভজন বলেছেন, ‘‌বিরাট কোহলি কেন অবসর নিল তা বুঝতে পারছি না। আমার মেয়েও জিজ্ঞাসা করেছিল বাবা বিরাট কেন অবসর নিল?‌ আমি ওঁকে মেসেজ করতে চাই।’‌ এরপরই হিনায়ার হয়ে মেসেজ করেন হরভজন। লেখেন, ‘‌আমি হিনায়া। তুমি কেন অবসর নিলে?‌’‌ বিরাট জবাব দিয়েছিল, ‘‌বেটা এটাই সঠিক সময়।’‌ 


প্রসঙ্গত, টেস্টে ২১০ ইনিংসে ৯২৩০ রান করেছেন বিরাট। রয়েছে ৩০ শতরান ও ৩১ অর্ধশতরান। সর্বোচ্চ ২৫৪। আগেই অবশ্য আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন কোহলি। এখন খেলছেন আইপিএল। আর দেশের হয়ে খেলবেন শুধু একদিনের ক্রিকেট।