আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে ভারত। বর্ডার-গাভাসকর সিরিজে ব্যর্থতার পর সকলের নজর থাকবে ভারত অধিনায়কের দিকে। আতাশকাঁচের নীচে থাকবেন বিরাট কোহলিও। দুই তারকা ক্রিকেটারের দিকে নজর রাখা হবে। নিউজিল্যান্ড সিরিজ থেকেই ব্যর্থতা তাঁদের সঙ্গী। অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা ছিল, অস্ট্রেলিয়ায় সফল হবে দুই তারকা। কিন্তু ছন্দের ধারেকাছে ছিল না রো-কো জুটি। সমালোচনার তীরে বিদ্ধ দুই সুপারস্টার। তাসত্ত্বেও এককালীন সতীর্থদের পাশে দাঁড়াচ্ছেন হরভজন সিং। তিনি মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু'জনের ব্যাট জ্বলে উঠবে। ভাজ্জি বলেন, 'বড় প্লেয়ার তাঁরাই, যারা কামব্যাক করতে জানে। বিরাট এবং রোহিত বড় মাপের ক্রিকেটার। ওরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে জ্বলে উঠবে। বড় টুর্নামেন্টে ওরা কেমন খেলে আমরা দেখেছি। ২০২৩ আইসিসি বিশ্বকাপ এবং টি-২০ বিশ্বকাপ তার উদাহরণ। রোহিত, বিরাট, সামি এবং বুমরা ম্যাচ উইনার। সব প্লেয়ারই খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। তবে এরা জানে কীভাবে কামব্যাক করতে হয়। আমি নিশ্চিত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত এবং বিরাট ফর্মে ফিরবে এবং দলকে চ্যাম্পিয়ন করবে।'
২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে যাত্রা শুরু হবে ভারতের। সব ম্যাচই দুবাইয়ে খেলবে টিম ইন্ডিয়া। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মহারণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ ২ মার্চ। দু'বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। ট্রফির হ্যাটট্রিক করতে চাইবে টিম ইন্ডিয়া। ভারতীয় দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিরশত্রুদের বিরুদ্ধে জেতার বিষয়ে আশাবাদী ভাজ্জি। হরভজন বলেন, 'ভারত অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে জিতবে। অনেকদিন পরে দুই দল মুখোমুখি হচ্ছে। ম্যাচটাকে ঘিরে উৎসাহ এবং উন্মাদনা থাকবে। দুবাইয়ে অনেক ভারতীয় এবং পাকিস্তানি থাকে। দুই দলের সমর্থকরাই থাকবে। তবে আমার মতে, ভারত জিতবে।' টেস্ট এবং টি-২০ ক্রিকেটে নিজেকে প্রমাণ করার পর এবার একদিনের ক্রিকেটেও হাতেখড়ি হতে চলেছে যশস্বী জয়েসওয়ালের। বাঁ হাতি তরুণ ওপেনারের প্রশংসা করেন ভাজ্জি।
