আজকাল ওয়েবডেস্ক: আইএসএলের ফিরতি ডার্বি নিয়ে জট এখনও কাটেনি। ১১ জানুয়ারিই হচ্ছে বড় ম্যাচ। কিন্তু কোথায় হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। মিনিটে মিনিটে বদলাচ্ছে পরিস্থিতি। শনিবার রাতের খবর অনুযায়ী, ডার্বি আয়োজনে এগিয়ে গুয়াহাটি। ১১ জানুয়ারি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে হতে পারে আইএসএলের ফিরতি বড় ম্যাচ। মোহনবাগান ম্যানেজমেন্টের প্রথম পছন্দ গুয়াহাটি। সেটা এফএসডিএলকে জানিয়ে দেওয়া হয়েছে। কলকাতার কাছাকাছি কোনও শহরে ডার্বি করতে চায় তাঁরাও। টিভি কিট সরিয়ে নিয়ে যাওয়া সমস্যা। এই বিষয়টি আয়োজকদের মাথায় রাখতে হচ্ছে। এখানেই এগিয়ে গুয়াহাটি। ১০ জানুয়ারি গুয়াহাটিতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে নর্থ ইস্ট ইউনাইটেডের হোম ম্যাচ আছে। অর্থাৎ টিভি সেটআপ পুরো তৈরি থাকবে। সেক্ষেত্রে পরের দিন ডার্বি করতে কোনও বাড়তি আয়োজনের প্রয়োজন পড়বে না। এই বিষয়টি মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে এফএসডিএলকে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, সোমবার দুপুরের মধ্যে ভেন্যু চূড়ান্ত হয়ে যাবে। 

দ্বিতীয় এবং তৃতীয় বিকল্প হিসেবে রয়েছে ওড়িশা এবং দিল্লি। কিন্তু ওড়িশায় খেলতে চাইছে না মোহনবাগান। বাগানের হোম ম্যাচ হওয়ায়, তাঁদের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়া হবে। সুতরাং, ডার্বি কোথায় হবে জানতে সোমবার দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে একটি বিষয় নিশ্চিত, কলকাতায় হচ্ছে না ডার্বি। বড় ম্যাচ এখানে করার আপ্রাণ চেষ্টা করেন বাগান কর্তারা। অর্ধেক টিকিট বিক্রি করে, অর্ধেক পুলিশ দিয়ে ডার্বি আয়োজনের অনুরোধ জানানো হয়। কিন্তু রাজি হয়নি বিধাননগর কমিশনারেট এবং রাজ্য সরকার। দর্শকশূন্য মাঠে ডার্বি করার প্রস্তাবও দেওয়া হয়। তাতেও সায় দেয়নি সরকার। অগত্যা বাধ্য হয়েই ডার্বি কলকাতার বাইরে নিয়ে যেতে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টকে। অর্থাৎ, ডার্বি দেখা থেকে বঞ্চিত হবে শহরের ফুটবলপ্রেমীরা।