আজকাল ওয়েবডেস্ক: স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের বিয়ে পিছিয়ে যাওয়াকে কেন্দ্র করে এদিন নতুন বিতর্কের সূত্রপাত হয়। তারকা ক্রিকেটারের হবু বরের সঙ্গে এক মহিলার ঘনিষ্ট কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। সোমবার সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের অনুষ্ঠানের যাবতীয় ছবি এবং ভিডিও মুছে ফেলেন স্মৃতি। তারপর থেকেই জল্পনা শুরু হয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই এই স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর থেকে বিয়ে ভাঙার গুঞ্জন রটতে শুরু করেছে। তারই মাঝে নতুন দাবি করে বসলেন পলাশের মা। 

এর আগে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছিল, বাবার অসুস্থতার জন্য বিয়ে পিছিয়ে দেন স্মৃতি। এটা সম্পূর্ণ তাঁর সিদ্ধান্ত। কিন্তু পলাশের মায়ের দাবি, সমস্ত উৎসব বন্ধ করে দেওয়ার কথা প্রথম তাঁর ছেলেই জানায়। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পলাশের মা অমিতা দাবি করেন, স্মৃতির বাবার সঙ্গে তাঁর ছেলের সম্পর্ক অত্যন্ত ভাল। তারকা ক্রিকেটারের বাবাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া মাত্র বিয়ে পিছিয়ে দেওয়ায় প্রস্তাব দেন পলাশ। অমিতা বলেন, 'পলাশের সঙ্গে স্মৃতির বাবার সম্পর্ক খুব ভাল। স্মৃতির থেকেও ওরা দু'জন বেশি ঘনিষ্ঠ। ওনার অসুস্থতার পর পলাশই প্রথমে বিয়ে পিছিয়ে দেওয়ায় সিদ্ধান্ত নেয়।' 

স্মৃতির বাবার পর মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন পলাশও। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে বর্তমানে মুম্বইয়ের একটি হাসপাতালে রয়েছেন স্মৃতির হবু বর। পলাশের মা দাবি করেন, স্মৃতির বাবার হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে নিজেকে সামলাতে পারেননি পলাশ। কেঁদে ভাসিয়ে দেন। পলাশের মা বলেন, 'গায়ে হলুদের পর আমরা ওকে বাইরে যেতে দিইনি। কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ে। চার ঘণ্টা হাসপাতালে ছিল। চারটে ড্রিপ দিতে হয়েছে। ইসিজি এবং অন্যান্য টেস্ট হয়েছে। সবকিছু ঠিকঠাক আছে। তবে চিন্তা থেকে হয়েছে।' আগের দিনই তাঁদের গোপনীয়তাকে সম্মান জানানোর বার্তা দেন পলাশের দিদি পালক মুচ্ছল। কিন্তু মেরি কোস্টা নামক এক মহিলার সঙ্গে পলাশের চ্যাট প্রকাশ্যে আসার পর গোটা বিষয়টিকে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে এখনও এই বিষয়ে দুই পরিবারের কেউই কোনও মন্তব্য করেনি।