আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে ইনস্টাগ্রামে ব্লক করেছিলেন বিরাট কোহলি। ২০১৭ সালে ম্যাড ম্যাক্স মাঠের মধ্যেই বিদ্রুপ করেছিলেন কিং কোহলিকে। তার পরই অজি তারকাকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দেন বিরাট কোহলি।
সেই ঘটনা সম্প্রতি প্রকাশ্যে আনেন ম্যাক্সওয়েল।
কী হয়েছিল দু'জনের মধ্যে? কেনই বা ম্যাক্সওয়েলকে ব্লক করেন কোহলি? অজি তারকা বলছেন, ''আমি আরসিবি-তে যাচ্ছি, এ কথা জানতে পেরে বিরাটই প্রথমে মেসেজ করে। আমাকে স্বাগত জানায় আরসিবি-তে। প্রি আইপিএল ট্রেনিং ক্যাম্পে আমরা একসঙ্গে আলোচনা করতাম, গল্প করতাম, সেই সঙ্গে চলত অনুশীলন। আমি ওকে সোশ্যাল মিডিয়ায় খোঁজার চেষ্টা করি। কখনও মাথায় আসেনি আমাকে ব্লক করেছে কোহলি।''
বিরাট কোহলিকে ইনস্টাগ্রামে খুঁজতে গিয়ে ম্যাক্সওয়েল তাঁকে পাননি। অজি তারকা তখনও জানতেনই না কোহলি ব্লক করে দিয়েছেন তাঁকে। এই সময়ে ম্যাক্সওয়েলকে একজন জানান, বিরাট হয়তো তাঁকে ব্লক করেছেন, সেই কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতীয় তারকার প্রোফাইল।
এর পরে ম্যাক্সওয়েল বিরাট প্রশ্ন করে বসেন কোহলিকে। জিজ্ঞাসা করেন, ''তুমি কি আমাকে ইনস্টাগ্রামে ব্লক করেছ?'' জবাবে কোহলি বলেন, ''সম্ভবত করেছি। ওই টেস্ট ম্যাচ চলাকালীন তুমি আমাকে বিদ্রুপ করেছিলে, তার পরই আমি ব্লক করি।''
