আজকাল ওয়েবডেস্ক: ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্টিনোর মতে, এবারের ব্যালন ডি’অর জেতার ব্যাপারে ভিনিসিয়াসই এগিয়ে। তাঁরই প্রাপ্য। তবে লিওনেল মেসি এখনও বিশ্বসেরাই। 

অনেকেই মনে করেন ব্যালন ডি' অর যে জিতবেন, বিশ্বসেরাও তিনি। কিন্তু মার্টিনো এর পক্ষাপাতী নন। প্যারিসে দেওয়া হবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার। ব্যালন ডি' অর জেতার ক্ষেত্রে এগিয়ে ভিনিসিয়াস ও রদ্রি।

এদিন আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে মেজর লিগ সকারের  প্রথম প্লে অফ ইন্টার মায়ামি জিতেছে ২-১ গোলে। তার পরে ব্যালন ডি’অর প্রসঙ্গে মার্টিনো বলেন, '' ব্যালন ডি’অর কীসের স্বীকৃতি তা আমার কাছে পরিষ্কার নয়। এটা কি বিশ্বসেরার স্বীকৃতি? নাকি বছরের সেরা?''

মার্টিনো আরও বলেন, ''ভিনিসিয়াসই  পাবে। ওই যোগ্য। তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন কে সেরা, আমি বলব মেসি।''