আজকাল ওয়েবডেস্ক: 'এবার তো অবসর নিয়ে ফেলেছে।' কপিল শর্মার শোয়ে রোহিত শর্মাকে নিয়ে করা গৌতম গম্ভীরের মন্তব্য হঠাৎই ভাইরাল হয়ে গিয়েছে। ঋষভ পন্থকে জিজ্ঞেস করা হয়, ভারতীয় ড্রেসিংরুমে কে বসের ভূমিকা পালন করে? মুহূর্তের মধ্যে রোহিতের নাম নেন উইকেটকিপার ব্যাটার। পন্থ বলেন, 'রোহিত ভাই এমনই।' ঋষভ পন্থ, যুজবেন্দ্র চাহাল এবং অভিষেক শর্মার পাশে বসে ছিলেন গৌতম গম্ভীর। হেসে লুটোপুটি খায় ভারতের হেড কোচ। তারপর গম্ভীর বলেন, 'এখন তো অবসর নিয়ে নিয়েছে। এবার নাম নিতেই পারো।' এটা শুনে সবাই হাসিতে ফেটে পড়ে। পন্থও মুচকি হাসি হাসেন।
দীর্ঘ জল্পনা কল্পনার পর ৭ মে টেস্ট থেকে অবসর নেন রোহিত। কঠিন অস্ট্রেলিয়া সফরের পর লাল বলের ক্রিকেট থেকে তাঁর অবসরে কেউ অবাক হয়নি। তবে রোহিতের অবসরে ভারতীয় ক্রিকেটের একটা বড় অধ্যায় শেষ হয়ে যায়। শুভমন গিলের নেতৃত্বে এগিয়ে চলেছে ভারতীয় ক্রিকেট। কিন্তু রোহিতের মতো মজাদার লোকের প্রসঙ্গ ড্রেসিংরুমে প্রায়শই উঠে আসে। প্রাক্তন অধিনায়ক প্রসঙ্গে গম্ভীরের মন্তব্য তারই প্রমাণ। এদিকে এজবাস্টন টেস্টে চালকের আসনে ভারত। বার্মিংহ্যামে কোনওদিন টেস্ট জেতেনি টিম ইন্ডিয়া। এবার সেই হাতছানি রয়েছে।
