ভরা মাঘে কনকনে ঠান্ডার আমেজ গায়েব দক্ষিণবঙ্গে। বছরের শুরু থেকেই জাঁকিয়ে ঠান্ডার ব্যাটিং চলছিল। চলতি সপ্তাহে আর হাড়কাঁপানো ঠান্ডার আমেজ থাকবে না। বরং 'উষ্ণ' মাঘের সাক্ষী থাকবে দক্ষিণবঙ্গ।
2
6
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ কল্যাণীর সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বাগডোগরার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
3
6
আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তারপর চারদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না।
4
6
অর্থাৎ চলতি সপ্তাহে ভরপুর শীতের আমেজ থাকবে না। এমনকী সরস্বতী পুজোতেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে না।
5
6
অন্যদিকে আগামী সাতদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গে শীতের আমেজ চলতি সপ্তাহেও জারি থাকবে।
6
6
ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। যার জেরে দৃশ্যমানতাও কমবে।