আজকাল ওয়েবডেস্ক: সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে রোহিত শর্মা সেঞ্চুরি হাঁকিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছেন। 

তার আগে প্রথম ওয়ানডে-তে রোহিত শর্মার ব্যাট চলেনি। দ্বিতীয় ওয়ানডেতে পঞ্চাশ করলেও হিটম্যান কিন্তু ভারতের হার এড়াতে পারেননি। অ্যাডিলেডে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া সিরিজ জিতে নেয়। তৃতীয় ওয়ানডেতে সান্ত্বনা জয় পাওয়ায় হোয়াইটওয়াশ হয়নি। রোহিত ও বিরাট নিন্দুকদের থামান। 

এদিকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, রোহিত শর্মাকে উদ্দেশ করে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর বলেন, ''রোহিত, সব কো লাগ রাহা থা কি আজ ফেয়ারওয়েল ম্যাচ থা। এক ফটো তো লাগা দো।'' 

আরও পড়ুন:  ক্রমাগত বাদ পড়ায় রক্তাক্ত রাহানে, 'কিছু অবাঞ্চিত মানুষ...', কাদের দিকে আঙুল তুললেন তারকা ক্রিকেটার? ...

গম্ভীর যা বললেন, তার অর্থ হল, রোহিত, সবার মনে হচ্ছিল আজই বোধহয় তোমার ফেয়ারওয়েল ম্যাচ। একটা ছবি পোস্ট করে দিও। 

যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি আজকাল ডট ইন। পারথে রোহিত ১৪ বল খেলে ৮ রান করেন। জশ হ্যাজলউডের বলে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। পারথের ম্যাচ অবশ্য বৃষ্টি বিঘ্নিত ছিল। অ্যাডিলেডে রোহিত ভাঙনের মুখে ৭৩ রান করেন। শ্রেয়স আইয়ারের সঙ্গে হিটম্যান ১১৮ রানের পার্টনারশিপ গড়েন। রোহিত ও শ্রেয়স ভারতকে পৌঁছে দেন ৯ উইকেটে ২৬৪-তে। তবুও অবশ্য অজিদের হারানো যায়নি। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Rohit Sharma (Fan Page) (@rohit_cha_fans45)