আজকাল ওয়েবডেস্ক: সিডনিতে পুরোনো দিন ফিরিয়ে আনেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে জুটিতে ১৬৮ রান তোলেন রো-কো। ২০২৭ বিশ্বকাপে তাঁদের দেখা যাবে কিনা সেই নিয়ে বেশ কয়েকদিন ধরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শেষ একদিনের ম্যাচে দুই মহাতারকার পারফরম্যান্স হয়তো এই প্রশ্নে কিছুটা ধামাচাপা দেবে। ম্যাচ শেষে ড্রেসিংরুমে প্লেয়ারদের উদ্দেশে বার্তা দেন গৌতম গম্ভীর। বিশেষ করে ব্যাটিং ইউনিটকে। রোহিত শর্মা এবং শুভমন গিলের প্রশংসা করেন গৌতি। প্রথম উইকেটে ৬৯ রান যোগ করে এই জুটি। ২৩৭ রান তাড়া করতে নেমে, ওপেনিং জুটির এই রানকে 'খুব গুরুত্বপূর্ণ' তকমা দেন টিম ইন্ডিয়ার হেড কোচ। দুই মহাতারকার ১৬৮ রানের পার্টনারশিপেরও বাহবা দেন। 

গম্ভীর বলেন, 'আমার মনে হয়, রোহিত এবং শুভমনের মধ্যে পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিনা উইকেটে ওরা ৬০ রান যোগ করে। তারপর রোহিত এবং বিরাটের মধ্যে পার্টনারশিপও অনবদ্য। একশো রানের আলাদা উল্লেখ করতেই হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ও ম্যাচটা শেষ করেছে। বিরাটও তাই।' বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিওতে তেমনই জানান ভারতের কোচ। অপরাজিত থেকে ম্যাচটা শেষ করেন রোহিত এবং বিরাট। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'দলের জন্য রোহিত এবং বিরাটের অপরাজিত থেকে ম্যাচটা শেষ করা খুবই গুরুত্বপূর্ণ। রান তাড়া করতে নেমে নিখুঁতভাবে কী করে শেষ করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি আমরা। আমরা সেটা ভালভাবেই করেছি।' 

ম্যাচ শেষে রোহিত মেনে নেন, তাঁর এবং বিরাটের এটাই শেষ অস্ট্রেলিয়া সফর। দু'জনেই আন্তর্জাতিক কেরিয়ারের সায়াহ্নে চলে এসেছেন। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। তার আগে ম্যাচ ফিট হওয়া লক্ষ্য ছিল দুই তারকার। অস্ট্রেলিয়া সিরিজে যা করতে সক্ষম হয়েছেন তাঁরা। সিরিজ সেরা হন রোহিত। অন্যদিকে প্রথম দুই ম্যাচে শূন্যতে আউট হওয়ার পর, রান পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরে পাবেন বিরাট।