আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করা হয়েছে। তবে এখনও বেতন নির্দিষ্ট হয়নি। শোনা গিয়েছিল, এই কারণেই ঘোষণা হতে দেরি হয়। তবে বুধবার জানা গিয়েছে, এখনও গম্ভীরের বেতন নির্দিষ্ট হয়নি। আপাতত পছন্দের সাপোর্ট স্টাফ নিয়োগ করার দিকে নজর দিয়েছেন গম্ভীর। বিসিসিআইয়ের এক সূত্র জানায়, রবি শাস্ত্রী এবং রাহুল দ্রাবিড়ের সমতুল্য বেতনই দেওয়া হবে গম্ভীরকে। তিনি বলেন, 'গৌতমের দায়িত্ব নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। বেতন এবং বাকি সবকিছু ঠিক হয়ে যাবে। বিষয়টা অনেকটা ২০১৪ সালে ডানকান ফ্লেচারের মাথার ওপর রবি শাস্ত্রীর ক্রিকেট ডিরেক্টর হিসেবে যোগ দেওয়ার মতো। যোগ দেওয়ার দিন রবির কোনও চুক্তিপত্র ছিল না। তবে সবকিছু সঠিক সময় হয়ে গিয়েছে। গৌতমের ক্ষেত্রেও তেমনই হবে। রাহুল দ্রাবিড় যা পেতেন, বেতন তেমনই রাখা হবে।'
নিজের সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার দায়িত্ব গম্ভীরের। শোনা যাচ্ছে অভিষেক নায়ারকে সহকারী হিসেবে চান ভারতের নতুন হেড কোচ। কেকেআরে তাঁর সঙ্গে কাজ করেছেন গম্ভীর। নাইটদের আইপিএল জয়ের পেছনে তাঁর অবদান অনস্বীকার্য। প্লেয়ারদের সঙ্গে সম্পর্ক ভাল। সর্বোপরি, বর্তমান অধিনায়ক রোহিত শর্মার ঘনিষ্ঠ বন্ধু। কলকাতায় আইপিএল খেলতে এসে ইডেনে প্র্যাকটিস চলাকালীন অভিষেকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় রোহিতকে। সেই কারণেই সহকারীর দৌড়ে অনেকটাই এগিয়ে অভিষেক নায়ার। বোলিং কোচের জন্য জহির খান এবং লক্ষ্মীপতি বালাজির নাম ভেসে আসছে। তবে গম্ভীরের পছন্দ বিনয় কুমার। ফিল্ডিং কোচ হিসেবে আবার জন্টি রোডসের নাম এলেও, গত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী কোনও ভারতীয়কেই সুযোগ দেওয়া হবে। এর আগে এনসিএ থেকে আর শ্রীধর, টি দিলীপকে নেওয়া হয়েছিল। এবার মুনিশ বালিকে নিয়োগ করা হতে পারে। শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু করলেও গম্ভীরের প্রথম বড় পরীক্ষা হবে অস্ট্রেলিয়ায়। রবি শাস্ত্রীর আমলে ক্যাঙ্গারুদের দেশে ব্যাক টু ব্যাক সিরিজ জেতার নজির রয়েছে ভারতের।
নিজের সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার দায়িত্ব গম্ভীরের। শোনা যাচ্ছে অভিষেক নায়ারকে সহকারী হিসেবে চান ভারতের নতুন হেড কোচ। কেকেআরে তাঁর সঙ্গে কাজ করেছেন গম্ভীর। নাইটদের আইপিএল জয়ের পেছনে তাঁর অবদান অনস্বীকার্য। প্লেয়ারদের সঙ্গে সম্পর্ক ভাল। সর্বোপরি, বর্তমান অধিনায়ক রোহিত শর্মার ঘনিষ্ঠ বন্ধু। কলকাতায় আইপিএল খেলতে এসে ইডেনে প্র্যাকটিস চলাকালীন অভিষেকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় রোহিতকে। সেই কারণেই সহকারীর দৌড়ে অনেকটাই এগিয়ে অভিষেক নায়ার। বোলিং কোচের জন্য জহির খান এবং লক্ষ্মীপতি বালাজির নাম ভেসে আসছে। তবে গম্ভীরের পছন্দ বিনয় কুমার। ফিল্ডিং কোচ হিসেবে আবার জন্টি রোডসের নাম এলেও, গত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী কোনও ভারতীয়কেই সুযোগ দেওয়া হবে। এর আগে এনসিএ থেকে আর শ্রীধর, টি দিলীপকে নেওয়া হয়েছিল। এবার মুনিশ বালিকে নিয়োগ করা হতে পারে। শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু করলেও গম্ভীরের প্রথম বড় পরীক্ষা হবে অস্ট্রেলিয়ায়। রবি শাস্ত্রীর আমলে ক্যাঙ্গারুদের দেশে ব্যাক টু ব্যাক সিরিজ জেতার নজির রয়েছে ভারতের।
