আজকাল ওয়েবডেস্ক:‌ চারিদিক থেকে সমালোচনা চলছে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের। টেস্ট সিরিজে হারের পর তা আরও তীব্র হয়েছে। কেউ বলেছেন ‘গো ব্যাক’, ‘হায় হায়’, কেউ বলেছেন ‘কোচিং ছোড় দো’। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ালেন প্রাক্তন কেকেআর তারকা রহমানুল্লা গুরবাজ।


২০২৪ সালে আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ছিলেন গুরবাজ। মেন্টর তখন ছিলেন গম্ভীর। খুব কাছ থেকে তিনি দেখেছেন গম্ভীরকে। তাঁর কথায়, ‘‌১৪০ কোটি মানুষের দেশ ভারত। এর মধ্যে ২০–৩০ লক্ষ মানুষ গম্ভীরের বিরুদ্ধে। বাকিরা গৌতম স্যর এবং ভারতীয় দলের সঙ্গে। তাই যারা বিরোধিতায় মেতে উঠেছে, তাদের সম্পর্কে কথা বলার কোনও মানে হয় না।’‌ গুরবাজ এটাই বলতে চেয়েছেন যে, কোটি কোটি ভারতবাসী কোচের পাশেই রয়েছেন। 


এরপরই গুরবাজ যোগ করেন, ‘‌আমার কেরিয়ারে এখন পর্যন্ত সেরা কোচ তিনিই। এমনকী সেরা পরামর্শদাতা, ভাল মানুষও তিনি। তিনি যেভাবে কাজ করেন, তা আমি পছন্দ করি।’‌ গম্ভীরের আমলে ভারতীয় দল যে সাফল্য পেয়েছে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন গুরবাজ। তাঁর কথায়, ‘‌গম্ভীরের আমলেই ওয়ানডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। টি–টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ জিতেছে। বেশ কিছু সিরিজও জিতেছে। তাই একটি সিরিজ হারের পর গম্ভীরের একার কাঁধে দোষ দেওয়া যায় না।’‌


গুরবাজ আরও জানিয়েছেন, কেকেআরে গম্ভীরই চাপমুক্ত পরিবেশ তৈরি করেছিলেন। যা তাঁদের আরও ভাল খেলার ব্যাপারে উদ্বুদ্ধ করেছিল। আফগান তারকা বলেছেন, ‘‌তাঁর কাজের ধরন আমার খুবই ভাল লাগে। পরিবেশ ভাল থাকলে এমনিতেই দল ভাল জায়গায় থাকবে। তিনি আমাদের জন্য সেই পরিবেশকে খুব সহজ করে তুলেছিলেন। অতিরিক্ত কোনও চাপ ছিল না। কোনও কঠোরতা ছিল না। সেই কারণেই আমরা টুর্নামেন্ট জিতেছি। তিনি কঠোর নন। শৃঙ্খলাবদ্ধ। একবার শৃঙ্খলা ভাঙলে তিনি কড়া।’‌