আজকাল ওয়েবডেস্ক: খবরের শিরোনামে গৌতম গম্ভীর। একের পর এক বিতর্ক তাঁর সঙ্গী। ইডেনের পিচ নিয়ে তাঁর মন্তব্য বিতর্ক সৃষ্টি করে। সিরিজ হারের পর সাংবাদিক সম্মেলনে এসে নিজেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেন বিসিসিআইকে। যা মোটেই ভালভাবে নেয়নি বোর্ড কর্তারা। রবিবার থেকে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু। তার আগে শুক্রবার একাই রাঁচি পৌঁছলেন গৌতম গম্ভীর। জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে প্রথম ম্যাচ। কিন্তু দলের সঙ্গে যাননি টিম ইন্ডিয়ার হেড কোচ। একদিন আগেই রাঁচিতে পৌঁছে যায় ভারতীয় দল। বৃহস্পতিবার দলের সঙ্গে যান সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। ইতিমধ্যেই ধোনির শহরে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। প্রথম একদিনের ম্যাচের আগে ট্রেনিংও শুরু করে দিয়েছেন। 

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর থেকে প্রচণ্ড সমালোচিত হচ্ছেন গম্ভীর। তাঁর কোচিংয়ে দ্বিতীয় হোয়াইটওয়াশ। এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ এ সিরিজ হেরেছিল ভারত। প্রোটিয়াদের কাছে সিরিজ হারায় শোনা গিয়েছিল, গম্ভীরের পদ টলমল করছে। কিন্তু জানা গিয়েছে, এখনই কোচের পদে কোনও পরিবর্তন হবে না। তিন ফরম্যাটেই কোচ থাকবেন গম্ভীর। বিসিসিআইয়ের সূত্র জানান, 'তিন ফরম্যাটেই গম্ভীর কোচ থাকবে। কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।' ভারতের টেস্ট ভাগ্য পড়তির দিকে। বিশেষ করে ঘরের মাঠে। একসময় ঘরের মাঠে অপরাজেয় ছিল ভারত। সেই জায়গা থেকে পরপর দু'বছর দুটো বড় সেটব্যাক। কোচ গম্ভীরের অধীনে গত ১৬ মাসে এটা তাঁদের তৃতীয় টেস্ট সিরিজে হার। একসময় ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে সেরা ছিল টিম ইন্ডিয়া। কিন্তু এখন এটাই সবচেয়ে চিন্তার বিষয়। দক্ষিণ আফ্রিকার কাছে হার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ভারতকে পিছিয়ে দিয়েছে। টেস্ট বিশ্বকাপের ফাইনালের ছাড়পত্র পেতে অনেক কসরত করতে হবে গিলদের।