আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারিয়ে পাকিস্তান ক্রিকেট ফের অন্ধকার থেকে আলোর পথে। সাদা বলের ফরম্যাটে নতুন অধিনায়কের নামও ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই খবর, দক্ষিণ আফ্রিকান প্রাক্তন ওপেনার গ্যারি কার্স্টেন আচম্বিতেই পাকিস্তানের হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের কোচ ছিলেন কার্স্টেন। অস্ট্রেলিয়া সিরিজের আগেই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির সরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। 

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের  ওয়ানডে সিরিজ শুরু হতে সময় আর বিশেষ নেই। ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাকিস্তানের অস্ট্রেলিয়া সিরিজ। 

পাকিস্তানের লাল বলের কোচ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জেসন জিলেসপি। সাদা বলের দায়িত্ব দেওয়া হয়েছিল কার্স্টেনকে।। সূত্রের খবর,  দুই প্রাক্তন তারকার সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্পর্ক খারাপ হতে শুরু করে।  কারণ দল নির্বাচনে কোচেদের ভূমিকা খর্ব করা হয়েছিল। 

বাংলাদেশের বিরুদ্ধে দু'ম্যাচের টেস্ট সিরিজে হতশ্রী ভাবে হার মানে পাকিস্তান। তার পরে পাক ক্রিকেটে পালাবদলও ঘটে। ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারের পরে বাবর আজম, শাহিন আফ্রিদির মতো তারকাদের দল থেকে ছেঁটে ফেলা হয়।  

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচ জিতে পাকিস্তান ২-১-এ সিরিজ জিতে নেয়।  ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পরে জিলেসপি পিসিবি-র বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন। ম্যাচের দিন কেবল অ্যানালিস্টের ভূমিকায় তিনি রয়েছেন বলেই মনে হয়েছে প্রাক্তন অজি তারকার। 

প্রাক্তন অজি তারকা মুখ খুললেও  কার্স্টেন অবশ্য কোনও মন্তব্যই করেননি। পিসিবি-র কার্যাবলীতে তিনি হতাশ ছিলেন বলেই খবর। 

এদিকে অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সফরের জন্য ওয়ানডে আর টি-টোয়েন্টি-র  দল ঘোষণা করে পিসিবি। সাদা বলের নেতৃত্ব দেওয়া হয় মহম্মদ রিজওয়ানকে। সূত্রের খবর, ক্যাপ্টেন নির্বাচন নিয়ে কার্স্টেন নিজের মতামত দিতে চেয়েছিলেন। কিন্তু পাক ক্রিকেট বোর্ড 'গুরু' গ্যারির কথা শুনতেই চায়নি। সব মিলিয়ে পিসিবি-র সঙ্গে সম্পর্কে চিড় ধরেছিল কার্স্টেনের। তারই ফলশ্রুতিতে এদিন কোচের পদ থেকে সরে দাঁড়ান প্রাক্তন দক্ষিণ আফ্রিকান তারকা। 

চলতি বছরের এপ্রিলে পিসিবি নিয়োগ করেছিল কার্স্টেনকে। সাদা বলের দায়িত্বে ছিলেন তিনি। তাঁর কোচিংয়ে পাকিস্তান কোনও ওয়ানডে ম্যাচই খেলেনি। 

কার্স্টেন হঠাৎই সরে যাওয়ায় অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সফরে পাকিস্তানের কোচ কে হবেন, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে জিলেসপিকে দায়িত্ব দেওয়া হবে।  ইংল্যান্ডকে ঘরের মাঠে পরাস্ত করলেও  পাক ক্রিকেটে হঠাৎই অনিশ্চয়তা তৈরি হয়েছে।  
উল্লেখ্য,  অস্ট্রেলিয়া সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।