আজকাল ওয়েবডেস্ক: তিনি হেড কোচ। মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন। এই দু'জনের যুগলবন্দিতে ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই গ্যারি কার্স্টেন একসময়ে পাকিস্তানের হেড কোচের দায়িত গ্রহণ করেছিলেন।
গতবছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত বাবর-রিজওয়ানদের কোচিং করান তিনি। পিসিবি-র সঙ্গে মত পার্থক্যের জেরে পদত্যাগ করেন।
শর্তসাপেক্ষে আবারও পাকিস্তানের কোচ হতে আগ্রহী কার্স্টেন। উইজডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানে নিজের কোচিং অভিজ্ঞতা নিয়ে অকপট কার্স্টেন। সেই সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পর্কচ্ছেদ করার কারণ যেমন জানান, তেমনই ভবিষ্যতে ফের পাকিস্তানে কাজ করার ব্যাপারে আশাবাদী তিনি।
কার্স্টেন বলেন, ''পাকিস্তানে শেষ কয়েক মাস টালমাটাল পরিস্থিতি ছিল। আমি দ্রুতই বুঝে গিয়েছিলাম যে, আমি এখানে প্রভাব ফেলতে পারব না। আমাকে দলের সিলেকশন কমিটি থেকে সরিয়ে দেওয়া হল। দল গঠনে আমার কোনও ভূমিকা নেই জানার পরে মনে হয়েছিল কোচ হিসেবে থাকা আমার পক্ষে কঠিন হয়ে পড়ছে।''
এমন পরিস্থিতিতে পড়তে হলেও ভবিষ্য়তে তিনি পাকিস্তানে কাজ করতে আগ্রহী। তিনি বলছেন, '' যদি আগামিকাল আমাকে ফের পাকিস্তানে আমন্ত্রণ জানানো হয়, আমি যাব। তবে আমার এই যাত্রাটা হবে খেলোয়াড়দের জন্য। আমি শুধু ক্রিকেট দলের কোচ হয়ে খেলোয়াড়দের নিয়ে কাজ করতে চাই।''
কার্স্টেনের কথা কি শুনলেন পিসিবি কর্তারা?
