আজকাল ওয়েবডেস্ক:‌ ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দাম এই দুই ভারতীয় ক্রিকেটার পেয়েছেন। পন্থের বিষয়টি প্রত্যাশিত হলেও আইয়ারের টা একেবারেই প্রত্যাশিত নয়। কিন্তু হয়েছে। তবে অনেক নাম করা ক্রিকেটার এবার আনসোল্ড থেকে গিয়েছেন। তালিকাটা দীর্ঘ।


সবচেয়ে বড় নাম ডেভিড ওয়ার্নার। সদ্য অবসর নিয়েছেন। কিন্তু এবার আইপিএল নিলামে আনসোল্ড থেকে গিয়েছেন ওয়ার্নার। ২০১৬ সালে তাঁর অধিনায়কত্বে আইপিএল জিতেছিল সানরাইজার্স।


দল পাননি দেবদত্ত পাডিক্কাল বা জনি বেয়ারস্টোও। পার্থ টেস্ট খেলা দেবদত্ত গত বারও আইপিএল খেলেছেন। শতরানও আছে। তবুও তিনি এবার দল পেলেন না। অন্যদিকে ইংরেজ কিপার জনি বেয়ারস্টোও এবার দল পাননি। বর্ষীয়ান পীযূষ চাওলা গত বারও ছিলেন মুম্বইয়ে। কিন্তু এবার কোনও দলই এই লেগস্পিনারকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি। দল পাননি শ্রেয়াস গোপালও। সবচেয়ে অবাক করার মতো বিষয় দল পাননি কিউয়ি ব্যাটার কেন উইলিয়ামসন বা গ্লেন ফিলিপস। ২০২৩ আইপিএলে গুজরাটে ছিলেন উইলিয়ামসন। কিন্তু চোটের জন্য বেশি খেলতে পারেননি। এদিকে, নিলামে অবিক্রিত থেকে গেলেন অজিঙ্কা রাহানেও। গত বার চেন্নাইয়ে থাকলেও এবার কেউ তাঁকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি। দল পাননি মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, শার্দূল ঠাকুর বা ড্যারিল মিচেলরা। অবিক্রিত থেকেছেন শাই হোপও। অসি উইকেটকিপার অ্যালেক্স ক্যারি, আফগান স্পিনার মুজিব উর রহমান, কিংবা ইংরেজ স্পিনার আদিল রশিদ বা প্রোটিয়া স্পিনার কেশব মহারাজরাও নিলামে অবিক্রিত থাকলেন। বেন ডাকেট, মঈন আলিও দল পাননি।