আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলের খারাপ সময়ের যেন শেষ নেই। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ে ফিরেছে লাল হলুদ। নতুন উদ্যমে মুম্বই ম্যাচে নামার কথা বলেছিলেন অস্কার ব্রুজো। কেরল ম্যাচে নামার আগে জানান, তাঁর দলের হাসপাতাল ধীরে ধীরে ঠিক হচ্ছে। কিন্তু আবার নতুন করে চোট সমস্যা ইস্টবেঙ্গল শিবিরে। যা মুম্বই ম্যাচের আগে বড় ধাক্কা। মঙ্গলবার প্র্যাকটিসে ডান হাঁটুতে গুরুতর চোট পান হিজাজি মাহের। যন্ত্রণায় কাতরাতে থাকেন। সাপোর্ট স্টাফের একজনের সাহায্য খোঁড়াতে খোঁড়াতে ড্রেসিংরুমে প্রবেশ করেন লাল হলুদ রক্ষণের অন্যতম ভরসা। শোনা যায় ড্রেসিংরুমে কেঁদে ফেলেছিলেন হিজাজি। চোট এতটাই গুরুতর যে নিজে বাইরে হেঁটে এসে গাড়িতে উঠেতে পারেননি। গাড়ি ভেতরে ঢোকাতে হয়। খোঁড়াতে খোঁড়াতে গাড়িতে ওঠেন। বুধবার সকালে তাঁর এমআরআই হবে। তারপরই চোটের গুরুত্ব বোঝা যাবে। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে, বেশ কয়েক ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে হিজাজিকে।
ঘটনায় চূড়ান্ত হতাশ ইস্টবেঙ্গল কোচ। প্র্যাকটিস শেষে মাঠ ছাড়ার সময় বলেন, 'আমার আর কিছু বলার নেই। এইসব দেখে আমি ক্লান্ত। আমি জানি না এর শেষ কোথায়।' হারের হ্যাটট্রিকের পর সদ্য ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল। শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। চোটের জন্য আনোয়ার আলি নেই। ফিরতে অন্তত আরও এক সপ্তাহ। তারমধ্যে হিজাজির চোট চিন্তা বাড়াল অস্কারের। এখানেই শেষ হয়। গোদের ওপর বিষফোঁড়া ক্লেইটন সিলভার চোট। কেরল ম্যাচে ৯০ মিনিট মাঠে ছিলেন। কিন্তু কুঁচকিতে চোট পান ব্রাজিলীয় স্ট্রাইকার। স্ক্যান করানো হয়েছিল। মঙ্গলবার রিপোর্ট আসে। শোনা যাচ্ছে, চোট যথেষ্ট গুরুতর। বাকি মরশুম থেকে ছিটকে যেতে পারেন ক্লেইটন। আইএসএলের পর রয়েছে সুপার কাপ। এএফসি কাপের ম্যাচ আছে। এই অবস্থায় ক্লেইটন ছিটকে গেলে বড় ধাক্কা খাবে ইস্টবেঙ্গল। সদ্য নিজের ছন্দ ফিরে পান ব্রাজিলীয়। শেষপর্যন্ত তিনি ছিটকে গেলে নতুন বিদেশি খুঁজতে হবে ইস্টবেঙ্গলকে।
