আজকাল ওয়েবডেস্ক: লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই গুঞ্জন চলছিল, কে হবেন রিয়াল মাদ্রিদের নতুন ‘নাম্বার টেন’? অবশেষে পাওয়া গেল সেই উত্তর। কিংবদন্তিদের জার্সি এবার উঠেছে কিলিয়ান এমবাপের পিঠে। রিয়াল মাদ্রিদ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে এই খবর। 

ক্লাব ফুটবলে এএস মোনাকোয় ১০ নম্বর জার্সি পরে খেলেছেন এমবাপে।  পিএসজিতে নিজের প্রথম মরশুমে খেলেন  ২৯ নম্বর জার্সি পরে। এরপর ১৭ ও ৭ নম্বর জার্সি পরেও খেলেন তিনি। এমবাপের আগে ফরাসি খেলোয়াড় হিসেবে রিয়ালের ১০ নম্বর জার্সি পরেছেন প্রাক্তন মিডফিল্ডার লাসানা দিয়ারা।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Real Madrid C.F. (@realmadrid)