আজকাল ওয়েবডেস্ক: লুকা মদ্রিচরিয়ালমাদ্রিদছাড়ার পর থেকেই গুঞ্জন চলছিল, কে হবেন রিয়ালমাদ্রিদের নতুন ‘নাম্বারটেন’? অবশেষে পাওয়া গেল সেই উত্তর। কিংবদন্তিদেরজার্সি এবার উঠেছে কিলিয়ানএমবাপের পিঠে। রিয়ালমাদ্রিদসোশ্যালমিডিয়ায়জানিয়েছেএই খবর।
ক্লাব ফুটবলে এএস মোনাকোয় ১০ নম্বর জার্সি পরে খেলেছেন এমবাপে। পিএসজিতে নিজের প্রথম মরশুমে খেলেন ২৯ নম্বর জার্সি পরে। এরপর ১৭ ও ৭ নম্বর জার্সি পরেও খেলেন তিনি। এমবাপের আগে ফরাসি খেলোয়াড় হিসেবে রিয়ালের ১০ নম্বর জার্সি পরেছেন প্রাক্তন মিডফিল্ডার লাসানা দিয়ারা।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Real Madrid C.F. (@realmadrid)
যে পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে ক্লাবের ড্রেসিংরুমে ঝুলছে সাদা রঙের ১০ নম্বর জার্সি। সেই জার্সির পিছনে লেখা ‘এমবাপে’। এরপর এমবাপেনিজেও ইনস্টাগ্রামে পোস্ট করেন সেই জার্সিনিয়েএকটি ছবি। প্রাক্তন দশ নম্বর জার্সিধারীমদ্রিচ সেখানে আগুনের ইমোজিদিয়েমন্তব্য করেছেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে গিয়েছে। ক্লাব বিশ্বকাপ শেষে ঠিকানা পাল্টে মদ্রিচ এখন এসি মিলানে। ২০১৭ সালের পর এবারই প্রথমবার ফাঁকা পড়েছিল রিয়ালের ১০ নম্বর জার্সি।
মোনাকো ও ফ্রান্স জাতীয় দলের হয়ে আগে থেকেই ১০ নম্বর পরে খেলতেন এমবাপে। পিএসজিতে তাঁর পছন্দের নম্বরটি না পেয়ে ৭ নম্বর জার্সি পরে খেলতেন।রিয়ালে যোগ দেওয়ার পর প্রথম মরশুমেতিনি মাঠে নামেন ৯ নম্বর জার্সি পরে। মদ্রিচ চলে যাওয়ার পরে নতুন মরশুম শুরু করবেন ১০ নম্বর জার্সিতে।
৯ নম্বর জার্সি ছেড়ে এখন তিনি ১০ নম্বর। জার্সির সঙ্গে ফরাসি তারকার ব্যক্তিগত আবেগও জড়িয়ে আছে। নিজের জীবন নিয়ে তিনি যে কমিক বই বের করেছেন, সেখানে একটি দৃশ্যে দেখা যায়, খুব অল্প বয়সী এমবাপ্পে বড়দিনের উপহার হিসেবে রিয়ালের ১০ নম্বর জার্সি পেয়েছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদনে লেখা হয়েছিল, রিয়ালের ৯ নম্বর জার্সি পাওয়ার দৌড়ে এগিয়ে তিনজন—ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, গঞ্জালো গার্সিয়া ও এনদ্রিক।
গতমরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ ম্যাচে ৪৪ গোল করেন এমবাপে। রিয়ালের ১০ নম্বর জার্সির একটা আলাদা ওজন আছে। ক্লাবটির কিংবদন্তি খেলোয়াড়দেরগায়ে এই জার্সি উঠেছে। রেমন্ড কোপা, ফেরেঙ্কপুসকাস, ঘর্ঘে হাজি, মাইকেল লাউড্রপ, লুইস ফিগো, ক্ল্যারেন্সসিডর্ফ, মেসুতওজিলরা এই জার্সি পরে মাঠ মাতিয়েছেন। এবার ১০ নম্বর জার্সি পরে মাঠ মাতাবেন এমবাপে। ফরাসি তারকা যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। তাঁর গতি সম্বল করে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে পারেন। নতুন মরশুমে নতুন জার্সি পরে এমবাপে কী করেন, সেটাই এখন দেখার।