আজকাল ওয়েবডেস্ক: আসন্ন এশিয়া কাপে ভারতের ওপেনিং জুটি কী হবে? টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে, এটাই সবচেয়ে আলোচিত বিষয়। গত এক বছরে টি-২০ তে ওপেন করেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। কিন্তু তখন দলে ছিলেন না শুভমন গিল। এক বছর পর ভারতীয় দলে প্রত্যাবর্তন করেন তিনি। এশিয়া কাপে সূর্যকুমারের ডেপুটি তিনি। সুতরাং, পরিস্থিতি অনুযায়ী, অভিষেকের সঙ্গে গিলের ওপেন করার সম্ভাবনা বেশি। সঞ্জুকে হয়ত মিডল অর্ডারে ব্যাট করতে দেখা যাবে। প্রাক্তন ভারতীয় তারকা মদনলাল ওপেনিংয়ে অভিষেক এবং শুভমনকে দেখতে চান। তিনি মনে করেন, বর্তমান দলে এটাই সেরা ওপেনিং জুটি।
মদনলাল বলেন, 'অভিষেক শর্মা বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। শুভমন গিল ইনিংস অ্যাঙ্কর করতে পারবে। সময় মতো হাত খুলে মারারও ক্ষমতা আছে। টি-২০ তে ওপেনিং খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ছয় ওভারে ওপেনাররা ম্যাচের টোন সেট করে দেয়। তারপর মাঝের ওভারে শুধু রান করে যেতে হয়। শেষ তিন থেকে চার ওভারে হার্দিক পাণ্ডিয়া এবং অক্ষর প্যাটেলের মতো বিগ হিটাররা দলকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।' এবার দুবাইয়ে এশিয়া কাপ। গরম থাকবে। যার ফলে সুবিধা পেতে পারে স্পিনাররা। টিম ইন্ডিয়ার স্পিন শক্তিশালী। রয়েছেন কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল। এমন পরিবেশে স্পিনারদের গুরুত্বের কথা তুলে ধরেন মদনলাল। বলেন, 'এখানে খুব গরম। স্পিনারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে। তবে শুরুতেই একটা উইকেট তুলে নিতে হবে। তারপর স্পিনাররা দায়িত্ব নেবে। বিশ্বের সেরা স্পিনাররা আমাদের দলে। আমরা শুরুতেই একটা উইকেট পেয়ে গেলে, বাকি কাজটা স্পিনাররা করতে পারবে। স্পিনাররা বড় ভূমিকা নেবে। আফগানিস্তানের চারজন স্পিনার রয়েছে, পাকিস্তানের তিনজন। সবাই নিজেদের স্পিনারদের ওপর নির্ভর করবে।'
কয়েকদিন আগে নিজের পছন্দের ওপেনিং জুটি বেছে নেন সুরেশ রায়না। তবে সেটা শুধু এশিয়া কাপের জন্য নয়, আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্যও। প্রাক্তন তারকার পছন্দের ওপেনিং জুটি অবাক করবে। এমন একজনকে রাখেন, যে এশিয়া কাপের প্রাথমিক দলেই নেই। রায়না বলেন, 'আমার মতে যশস্বী একজন। প্রিয়াংশ আর্যকেও দেখা যেতে পারে। অভিষেক শর্মা আছে। সঞ্জু স্যামসনও আছে। কেএল রাহুল আছে। ও যখনই সুযোগ পেয়েছে, নিজেকে প্রমাণ করেছে। ঋতুরাজ গায়কোয়াড়ও প্রচুর রান করেছে। তবে আমি অভিষেক শর্মাকে চাইব।' তিনি মনে করেন, যশস্বী জয়েসওয়াল, প্রিয়াংশ আর্য এবং অভিষেক শর্মার মধ্যে দু'জন ওপেন করতে পারে। তিন নম্বরে নামতে পারেন গিল। টি-২০ ক্রিকেটেও সমান পারদর্শী যশস্বী। ২৩ টি ম্যাচে ৭২৩ রান করেন। কিন্তু এশিয়া কাপের প্রাথমিক দলে সুযোগ পাননি। রিজার্ভে রাখা হয়েছে তাঁকে। যা অবাক করার মতো সিদ্ধান্ত। রায়না প্রিয়াংশের নাম করায় অনেকেই অবাক । অভিষেক আইপিএলে নজর কাড়েন পাঞ্জাবের ওপেনার। ১৭ ম্যাচে ৪৭৫ রান করেন। তারমধ্যে রয়েছে একটি অনবদ্য শতরান। তবে এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি। রায়নার মতে, আসন্ন বিশ্বকাপে দলের মধ্যে এক্স ফ্যাক্টর আনতে পারেন প্রিয়াংশ।
