আজকাল ওয়েবডেস্ক: ডেথ ওভারে লাসিথ মালিঙ্গার ইয়র্কার ছিল বিখ্যাত। ব্যাটসম্যানরা সেই ডেলিভারির নাগাল পেতেন না।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে প্রস্তুতির জন্য সেই মালিঙ্গাকেই ফাস্ট বোলিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করল শ্রীলঙ্কা ক্রিকেট। তাঁর সঙ্গে চুক্তি বেশিদিনের নয়। স্বল্পমেয়াদি চুক্তি করা হয়েছে মালিঙ্গার সঙ্গে। এমনটাই খবর। ১৫ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত তাঁর মেয়াদ বলে জানা গিয়েছে। চুক্তির দিনক্ষণ থেকে দেখা যাচ্ছে কাজ শুরু করে দিয়েছেন মালিঙ্গা।
২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। মালিঙ্গা ছিলেন সেই দলের অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮৪ ম্যাচে ১০৭টি উইকেটের মালিক এই প্রাক্তন বোলার। তাঁর ইয়র্কারের জবাব থাকত না ব্যাটারদের কাছে।
২০২১ সালে ব্যাট-প্যাড তুলে রেখেছিলেন মালিঙ্গা। অবসরের পরে এই তারকা পেসার বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে জড়িত ছিলেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গেও তিনি যুক্ত। এর আগে শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং স্ট্র্যাটেজি কোচের দায়িত্বে দেখা গিয়েছিল মালিঙ্গাকে।
এদিকে ৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়াচ্ছে। সেই মেগা টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই এই প্রাক্তন বোলারকে দায়িত্ব দেওয়া হয়েছে। মালিঙ্গার অভিজ্ঞতা কতটা কাজে লাগাতে পারেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা, সেটাই দেখার।
