আজকাল ওয়েবডেস্ক: প্রথমবার ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। এমন লজ্জার হারের পরে 'গেল গেল' রব তুলছেন ভক্তরা। বিরাট কোহলি-রোহিত শর্মাদের নিয়ে ধেয়ে আসছে তীব্র সমালোচনা। বাদ যাচ্ছেন না বর্তমান কোচ গৌতম গম্ভীরও। ভারতীয় ক্রিকেটের এই দুঃসময়ে ওয়াঘার ওপার থেকে বাসিত আলি জানিয়ে দিলেন, এই পরিস্থিতিতে রাহুল দ্রাবিড়কে দরকার ছিল ভারতের। এই বাসিত আলিই অতীতে বলেছিলেন, খেলোয়াড় হিসেবে দ্রাবিড় দুর্দান্ত। কিন্তু কোচ রাহুল দ্রাবিড় শূন্য।
সেই বাসিত আলি বলছেন, ''ভারতের সমর্থকদের আজ রাহুল দ্রাবিড়ের কথাই মনে পড়ছে। রাহুল চার দিনের পরিকল্পনা করে রাখত। কিন্তু এই গৌতম গম্ভীর দুই বা আড়াই দিনের পরিকল্পনা করে।''
ভারত তিনদিনে টেস্ট ম্যাচ হারছে। কোনও প্রতিরোধই গড়তে পারেনি। দলের তারকা ব্যাটাররা পুরোদস্তুর ব্যর্থ হয়েছেন। রোহিত শর্মা ও বিরাট কোহলি তীব্র সমালোচিত হচ্ছেন। সমর্থকরা তাঁদের অবসর নিতে বলছেন। এই প্রেক্ষিতে বাসিত আলি বলছেন, ''বর্তমান কোচরা ইন্টারভিউতে বলে থাকে, টেস্ট ম্যাচ এখন আর ড্র হয় না। এটা একদিকে ঠিক। কিন্তু এর অর্থ এই নয় যে আইপিএল জিতে এসে টেস্টে ফরম্যাটেও একই রকম কৌশল অবলম্বন করবে। টি-টোয়েন্টি অন্য ধরনের ফরম্যাট। টি-টোয়েন্টি টেস্ট খেলাকে ধ্বংস করে দেবে।''
'বাজবল' ক্রিকেট নিয়ে মাতোয়ারা বিশ্ব ক্রিকেট। এই 'বাজবল' ক্রিকেট কি সবাই খেলতে পারে? প্রাক্তন পাক ক্রিকেটার বলছেন, ''ইংল্যান্ডের বাজবল ক্রিকেট সমাদৃত। কিন্তু তাই বলে সবাই একে কপি করতে পারে না। মনে রাখতে হবে বাজবল ক্রিকেট খেলে ইংল্যান্ড কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে পারেনি।''
ঘরের মাঠে ব্যর্থ ভারত। এবার টিম ইন্ডিয়ার চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার মাটিতে। বাসিত আলি বলছেন, ''মুম্বইয়ে স্পিনিং ট্র্যাকে খেলল ভারত। পেসারদের অবদান শূন্য। ব্যাটারদের উপরে আত্মবিশ্বাস শূন্য। এবার ওরা বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে যাচ্ছে। ওদের আত্মবিশ্বাস কোথায়? শূন্য।''
