আজকাল ওয়েবডেস্ক: একসময়ে ওপেন করতে নেমে বোলারদের রাতের ঘুম কেড়ে নিতেন তিনি। সেই জয়সূর্যের সঙ্গে এবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নতুন চুক্তি করল। অন্তর্বর্তী কোচ থেকে জয়সূর্য হলেন পুরোদস্তুর হেড কোচ। শ্রীলঙ্কা ক্রিকেটের একজিকিউটিভ কমিটি জয়সূর্যকে স্থায়ী কোচ করার সিদ্ধান্ত নেয়। 

নতুন চুক্তি অনুযায়ী, চলতি বছরের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত তাঁর চুক্তি লাগু থাকবে। আগে জয়সূর্যকে অন্তর্বর্তী কোচ করা হয়েছিল। তার আগে শ্রীলঙ্কা ক্রিকেটের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। 

ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ ছিল অন্তর্বর্তী কোচ হিসেবে জয়সূর্যের প্রথম দায়িত্ব। টি-টোয়েন্টি সিরিজে ভারত জেতে। ওয়ানডে সিরিজ আবার দ্বীপরাষ্ট্র জিতে নেয়। সিরিজের প্রথম ওয়ানডে টাই হলেও পরের দুটো ওয়ানডে শ্রীলঙ্কা জিতে নেয়। ফলে ওয়ানডে সিরিজ দ্বীপরাষ্ট্ররই দখলে থাকে। 

১৯৯৭ সালের পরে প্রথমবার দ্বীপাক্ষিক সিরিজ জেতে শ্রীলঙ্কা। ইংল্যান্ডেও জয়সূর্যর কোচিংয়ে ভাল পারফরম্যান্স তুলে ধরে দ্বীপরাষ্ট্র। প্রথম দুটো টেস্ট হেরে গেলেও ওভালে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে হারায় শ্রীলঙ্কা। 

পুরোদস্তুর কোচ হিসেবে জয়সূর্যের কাজ শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ১৩ অক্টোবর থেকে দ্বীপরাষ্ট্রের মাঠেই শুরু হবে সিরিজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে ক্যারিবিয়ানরা।