আজকাল ওয়েবডেস্ক: মেসি কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন অরূপ বিশ্বাস। মঙ্গলবার দুপুরে হাতে লেখা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিজের ইচ্ছার কথা জানিয়ে দেন। সেই চিঠি গৃহীত হয়েছে। অরূপ বিশ্বাসের আর্জিকে মান্যতা দেন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি জানিয়ে দেন, তদন্তকালে নিজেই ক্রীড়াদপ্তর সামলাবেন। পদত্যাগ করে কি নিজের দায় স্বীকার করে নিলেন 'প্রাক্তন' ক্রীড়ামন্ত্রী? আজকাল.ইনকে মদন মিত্র বলেন, 'দলীয় নেতৃত্বের ব্যাপার। সরকারের ব্যাপার। এই বিষয়টা মুখ্যমন্ত্রী দেখছেন। আমি এই বিষয়ে কোনও কথা বলতে চাই না। আমি চিঠি দেখিনি। একটা অনুষ্ঠানে ছিলাম। তবে শুনেছি। বিষয়টা মুখ্যমন্ত্রী দেখে নেবেন। কমিটি সিদ্ধান্ত নেবে।' 

১৪ বছর আগে লিওনেল মেসি যখন প্রথমবার কলকাতায় পা রেখেছিলেন, রাজ্যের ক্রীড়ামন্ত্রী ছিলেন মদন মিত্র। অধিনায়ক হিসেবে যুবভারতী ক্রীড়াঙ্গনে হাতেখড়ি হয়েছিল ফুটবলের জাদুকরের। ভেনেজুয়েলার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে আর্জেন্টিনা। ১২ ঘণ্টার ঝটিকা সফর নয়, দু'দিন কলকাতায় ছিলেন মেসি। নির্বিঘ্নে হয় ম্যাচ এবং গোটা অনুষ্ঠান। কিন্তু এবার হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। মেসি মাঠে থাকাকালীন তাঁর সঙ্গে ডাকটিকিটের মতো সেঁটে থাকার জন্য সমালোচনার মুখে পড়েন সদ্য প্রাক্তন হওয়া ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আর্জেন্টাইন তারকার আবার কলকাতায় আসার মধ্যে একযুগ পেরিয়ে গিয়েছে। এবার কোথায় গাফিলতি থেকে গিয়েছিল? কী বললেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি মদন মিত্র। প্রসঙ্গ এড়িয়েই যান। আজকাল.ইনকে মদন মিত্র বলেন, 'আমার ক্রীড়ামন্ত্রী থাকার সময়ের সঙ্গে কোনও তুলনা টানতে চাই না। একটা ঘটনা ঘটে গিয়েছে। যা করার কমিটি করবে।' 

যুবভারতীতে যে ক্ষয়-ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব কার? রাজ্য সরকার না মেসি অনুষ্ঠানের সংগঠকদের? এই বিষয়েও কিছু বলতে চাননি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। প্রসঙ্গত, যুবভারতী কাণ্ডে প্রাক্তন বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। সেই তদন্ত চলার মধ্যেই মঙ্গলবার রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমারকে শনিবারের ঘটনার বিষয়ে শোকজ করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। শোকজ করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনারকেও। সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের ডিসি অনীশ সরকারকে। শনিবার সকালে যুবভারতীতে মেসি ঢোকার কিছুক্ষণ পরেই চরম বিশৃঙ্খলা শুরু হয়। প্রিয় তারকাকে দেখতে না পেয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন দর্শকরা। গ্যালারি থেকে উড়ে আসতে থাকে জলের বোতল। ভাঙা চেয়ারও ছুঁড়ে ফেলা হয় মাঠে। মেসি বেরিয়ে যেতেই মাঠে ঢুকে পড়েন দর্শকরা। রীতিমতো তাণ্ডব চালানো হয়।