আজকাল ওয়েবডেস্ক: ম্যাচ গড়াপেটার 'ভূত' তাড়া করেছে পাকিস্তান ক্রিকেটকে। নব্বইয়ের দশকে তা মাথাচাড়া দিয়ে ওঠে। এর জন্য ক্ষতিগ্রস্ত হয় সে দেশের ক্রিকেট। এবার সেই অন্ধকার বিষয় তিনি ফাঁস করবেন বলে চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ।
ম্যাচ ফিক্সিং নিয়ে প্রথম থেকেই সোচ্চার ছিলেন রশিদ লতিফ। তার জন্য তাঁকে অনেককিছুর মুখোমুখিও হতে হয়েছে। ম্যাচ গড়াপেটার জন্য পাক ক্রিকেটর এতটাই ক্ষতি হয় যে তা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।
এক পাক টিভিতে অতিথি হিসেবে এসে লতিফ বলেছেন, ''আমি বই লেখা শুরু করে দিয়েছি। নব্বইয়ের দশকে ম্যাচ গড়াপেটা পাকিস্তান ক্রিকেটকে গ্রাস করেছিল। আমি সব ফাঁস করে দেব। ম্যাচ ফিক্সিং কীভাবে হত, কারা এর সঙ্গে জড়িত ছিল, এগুলো সবই লেখা থাকবে আমার বইয়ে। নব্বই দশকের ক্রিকেটে কী হয়েছিল, কোন প্রাক্তন অধিনায়ক রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থী হয়ে চিঠি দিয়েছিল, তার উল্লেখ থাকবে আমার বইয়ে।''
রশিদ লতিফের আক্রমণের কেন্দ্রে নব্বই দশকের খেলোয়াড়রাই। সেই ক্রিকেটাররা এখনও বহাল তবিয়তে রয়ে গিয়েছেন পাক ক্রিকেটে। সেই কারণেই রশিদ লতিফ বলছেন, ওই সব ক্রিকেটারদের জন্যই ক্ষতিসাধন হচ্ছে পাকিস্তান ক্রিকেটের। প্রাক্তন পাক উইকেট কিপার রশিদ লতিফ বলেন, ''আরও একটা বিশ্বকাপ জিততে পাকিস্তানের লেগে গেল ১৭ বছর। কারণ নব্বইয়ের দশকের প্লেয়ারদের সরানো যায়নি। ম্যানেজমেন্ট থেকে নব্বই দশকের প্লেয়ারদের সরানো হলে বর্তমান প্লেয়াররা জেতার চেষ্টা করবে। পাকিস্তানের হয়ে লড়ার মানসিকতা দেখাবে। ওদের একধাপ সরানো হোক।''
