জকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন হোক বা দুবাই। কখনও বিরাট কোহলি, কখনও তিলক ভার্মা। দুই তারকার নিশানায় একজনই। তিনি পাকিস্তানের হ্যারিস রউফবিশালাকায় মেলবোর্নে হ্যারিস রউফকে মারা কোহলির দুটো বিরাট ছক্কা ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে মনে থেকে যাবে চিরকাল। ৮ বলে ২৮ রান দরকার ভারতের। এই পরিস্থিতিতে কোহলি অতিমানব হয়ে ওঠেন।

রবিবারের দুবাইয়ে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান একসময়ে ম্যাচ নিয়ন্ত্রণ করতে শুরু করে দিয়েছিল। কিন্তু তিলক ভার্মা একার ক্যারিশমায় ম্যাচ বের করে আনেন। হ্যারিস রউফকে মারা তাঁর ছক্কার পরে ইরফান পাঠান বলতে শুরু করেন, ''আগে বিরাট কোহলি একা দাঁড়িয়ে থেকে ম্যাচ বের করেছে। সেই ভূমিকায় আজ তিলক ভার্মা।'' 

আরও পড়ুন: 'ওই যে ট্রফি চোর নকভি', ছিলেন পাক মন্ত্রী, হয়ে গেলেন বড় বদনাম

প্রতিবার হ্যারিস রউফ আক্রান্ত। পাক পেসারের তীব্র সমালোচনায় ওয়াসিম আক্রম। তিনি বললেন, ''হ্যারিস রউফ রান মেশিনে পর্যবসিত হয়েছেবিশেষ করে ভারতের বিরুদ্ধে রানের পর রান দেয়। আমি একাই কেবল রউফের সমালোচনা করছি তা নয়, গোটা দেশ রউফের সমালোচনা করছে। ও লাল বলের ফরম্যাটে খেলেই না। ফলে ওর আর উন্নতিও হবে না।''

রউফকে টেস্টে দেখা যায় না। পাকিস্তানের হয়ে মাত্র একটি টেস্ট ম্যাচ তিনি খেলেছেন। তিনি খেলতেই চান না টেস্ট। আক্রম বলছেন, ''যে 'টেস্টে খেলতে চায় না তাকে দলে নেওয়ার দরকারই নেই। লাল বলের ফরম্যাটে খেলে না বলেই বলের উপরে কোনও নিয়ন্ত্রণ নেই। ওকে বলতে হবে, লাল বলের ফরম্যাটে না খেললে ক্রিকেট খেলার আর দরকার নেই''

অভিষেক শর্মাকে থামানোর কৌশল নিয়েছিল পাকিস্তান। কিন্তু তিলক ভার্মা যে ফাইনালে ম্যাচ উইনার হিসেবে আবির্ভূত হবেন, তা বুঝতে পারেননি সলমন আলি আঘারা। তিলক ভার্মার ইনিংস কিন্তু চিরকাল মনে থেকে যাবে ভারতের ক্রিকেটভক্তদের

ওই তিলক আসছে তেড়ে! গোটা পাকিস্তানের দুঃস্বপ্নে ধরা দিয়েছেন তিলক ভার্মাএশিয়া কাপের ফাইনালে অভিষেক শর্মাকে ফিরিয়ে সেলিব্রেশনে মেতে উঠেছিল পাকিস্তান। কিন্তু তিলক ভার্মা যে জ্বলে উঠবেন চাপের মুখে তা বুঝতে পারেননি কেউই।

জয়ের তিলক ভারতের কপালে। গ্রুপ স্টেজ, সুপার ফোর এবং সবশেষে ফাইনাল। একই টুর্নামেন্টে তিন তিনবার পাকিস্তান বধ করল ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের হেলায় হারিয়ে পরপর দু’বার ঘরে এল এশিয়া কাপ। বিরাট কোহলি এখন আর টি-টোয়েন্টি খেলেন না। তিনি নিশ্চয় রবিরাতে তিলক ভার্মার এই সার্জিকাল স্ট্রাইক দেখেছেন। পাকিস্তান ম্যাচ, হ্যারিস রউফ কোথায় যেন এক করে দিল কোহলিতিলককে। আর প্রতি ক্ষেত্রে প্রবল মার হজম করতে হয়েছে রউফকে। 

আরও পড়ুন: ইলেকট্রিক মিস্ত্রির ছেলের ক্রিকেট শেখার টাকাই ছিল না, সেই তিলকই এখন ভারতীয় ক্রিকেটের নতুন ‘‌তারা’‌ ...