আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে কাজ করতে অস্বীকার করেন ইউনিস খান। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের মেন্টর হিসেবে কাজ করছেন প্রাক্তন পাক ক্রিকেটার। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান বুধবার হারিয়েছে ইংল্যান্ডকে। তার পরে 'জিও নিউজ'-এ 'হারনা মানা হ্যায়' শোয়ে লতিফ ফাঁস করেন, ''পাকিস্তান ক্রিকেটকে না বলে আফগানিস্তানের সঙ্গে কাজ শুরু করে ইউনিস খান। আর্থিক দিক থেকে কোনও সুবিধা হয়নি।'' 

আফগান ক্রিকেট বোর্ডের চিফ একজিকিউটিভ নাসিব খান বলেন, ''পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। সেই কারণে পাকিস্তানের প্রাক্তন এবং অভিজ্ঞ কোনও ক্রিকেটারকে মেন্টর হিসেবে নিয়োগ করা দরকার ছিল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক দেশের প্রাক্তন ক্রিকেটারকেই মেন্টর  করা হয়েছিল।'' 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অজয় জাদেজাকে মেন্টর করা হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ডোয়েন ব্রাভো ছিলেন মেন্টর। 

বুধবার ইব্রাহিম জাদরানের রাজকীয় ১৭৭ এবং আজমাতুল্লার পাঁচ উইকেটের সৌজন্যে ইংল্যান্ডকে হারায় আফগানিস্তান। আফগানদের এই জয়কে কেউই অঘটন হিসেবে দেখছে না। প্রাক্তন তারকারা প্রশংসা করছেন আফগানদের।