আজকাল ওয়েবডেস্ক: বেছে বেছে রোহিত শর্মা, বিরাট কোহলিকেই টার্গেট করা হচ্ছে। সামনে সাদা বলের ফরম্যাটে খেলতে নামবেন কোহলি-রোহিত, অথচ তাঁদের লাল বলের ফরম্যাটে খেলতে হচ্ছে।  

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এহেন সিদ্ধান্তে বিস্মিত পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। 

তাঁর মনে হচ্ছে বেছে বেছে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটারকে টার্গেট করা হচ্ছে। 

বিরাট কোহলি ও রোহিত শর্মা টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। 

এখন তো তাঁদের সাদা বলের ফরম্যাটের কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া উচিত। তার পরিবর্তে ঘরোয়া ক্রিকেটে লাল বলের ফরম্যাটে খেলতে নেমছেন তাঁরা। 

রশিদ লতিফ বলেছেন, ''এখনকার খেলোয়াড়দের কারও ঘরোয়া ক্রিকেটে নামার মতো সময় নেই। কারণ আন্তর্জাতিক সূচি ঠাসা। দরকার পড়লে তবেই ঘরোয়া টুর্নামেন্টে খেলবে কিন্তু বিরাট ও রোহিতকেই টার্গেট করা হচ্ছে, তাই সবাইকে নামতে বাধ্য করা হয়েছে। অতীতে শচীন তেণ্ডুলকর ছাড়া বাকিরা ঘরোয়া ক্রিকেটে বেশি নামেনি। রোহিত আর বিরাট টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ঘরোয়া টুর্নামেন্ট না খেলেই। এর পরেই রোহিত-বিরাটদের নেমে পড়তে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। ওদের এখন সাদা বলের ফরম্যাটের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। সাদা বলে খেলা কিন্তু সম্পূর্ণ অন্য ব্যাপার।'' 

রশিদ লতিফ তাঁর মতামত জানালেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তাদের কানে কি পৌঁছল?