আজকাল ওয়েবডেস্ক: আচমকাই পাকিস্তান ক্রিকেট দলের কোচের পদ ছেড়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার গ্যারি কার্স্টেন।
কিন্তু গুরু গ্যারি কেন দায়িত্ব ছাড়লেন তা নিয়ে চলছে জল্পনা। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি খবরের ভিতরের খবর ফাঁস করলেন। জানালেন কার্স্টেনের সরে যাওয়ার আসল খবর।
বাসিত আলি জানিয়েছেন, মহম্মদ রিজওয়ানকে সাদা বলের ফরম্যাটে ক্যাপ্টেন করায় অখুশি হন। বাসিত অন্য একজনকে ক্যাপ্টেন করতে চেয়েছিলেন। প্রাক্তন পাক ক্রিকেটারের মতে, কার্স্টেন ধরেই নিয়েছিলেন ক্যাপ্টেন নিয়োগের ক্ষেত্রে তিনিই শেষ কথা।
বাসিত নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ''পাকিস্তানের সাদা বলের ফরম্যাটে মহম্মদ রিজওয়ানকে ক্যাপ্টেন করার পর থেকেই গল্পের শুরু। রিজওয়ান নয়, কার্স্টেন অন্য একজনকে ক্যাপ্টেন করতে চেয়েছিলেন। ঘটনাক্রমে তাঁদের দু' জনের কেউই এই দলে ছিল না। কার্স্টেন ধরে নিয়েছিলেন, ওর হাতে সব ক্ষমতা রয়েছে। কিন্তু কার্স্টেনের এই ধারণা ছিল না যে পাকিস্তানে এক রাতের মধ্যেই পিসিবি চেয়ারম্যান বদলে যায়।''
এদিকে গতকাল কার্স্টেনের ইস্তফার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়ে যায় জল্পনা। ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া কোচ কেন দায়িত্ব ছাড়লেন পাকিস্তানের, তার ময়নাতদন্তও শুরু হয়ে যায়। অবশেষে বাসিত আলি জানালেন ভিতরের খবর।
এদিকে কার্স্টেন সরে যাওয়ায় সাদা বলের ফরম্যাটে পাকিস্তানের কোচ হলেন জেসন জিলেসপি। অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সফরে তাঁর হাতেই থাকবে দলের রিমোট কন্ট্রোল। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি। যতদিন না নতুন কোচ নিয়োগ করা হচ্ছে সাদা বলের ফরম্যাটে, ততদিন প্রাক্তন অজি তারকাকেই দায়িত্ব সামলাতে দেখা যাবে।
ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারিয়ে পাকিস্তান ক্রিকেট ফের অন্ধকার থেকে আলোর পথে। সাদা বলের ফরম্যাটে নতুন অধিনায়কের নামও ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই খবর, দক্ষিণ আফ্রিকান প্রাক্তন ওপেনার গ্যারি কার্স্টেন আচম্বিতেই পাকিস্তানের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান। পাকিস্তান ক্রিকেট নিয়ে তীব্র আলোচনা বিশ্ব ক্রিকেটে।
