আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদির প্রলাপ চলছে! পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর শাহিদ আফ্রিদির নিশানায় এখন নরেন্দ্র মোদি সরকার। 

ভারতের উপরে পুরোদস্তুর দায় চাপিয়ে 'বুম বুম' আফ্রিদি বলেছেন, ''ভারতের ভুলেই পহেলগাঁও কাণ্ড ঘটেছে। তার পর পাকিস্তানকে দোষারোপ করতে শুরু করে দিয়েছে। ইসলাম আমাদের শান্তি শেখায়।  পাকিস্তান এই ধরনের ঘটনাকে কখনওই সমর্থন করে না। ভারতীয়দেরই এর দায় নেওয়া উচিত।''  

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের স্থানীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ''এক ঘণ্টা ধরে পহেলগাঁওয়ে জঙ্গিরা মানুষ মারল। আট লক্ষ ভারতীয় সৈন্যদের মধ্যে একজনকেও দেখা গেল না সেই সময়ে! কিন্তু ওরা পাকিস্তানকে দোষারোপ করে যাচ্ছে।'' 

প্রাক্তন পাক অলরাউন্ডারের মতে, পহেলগাঁও কাণ্ড পুরোটাই সাজানো।  প্রাক্তন পাক অধিনায়ক বলেন, ''ভারত নিজেই সন্ত্রাসবাদ চালাচ্ছে। নিজের লোকেদের নিজেরাই খুন করছে এবং পাকিস্তানের উপরে দোষ চাপাচ্ছে।'' 

পাক মদত পুষ্ট জঙ্গিরা পহেলগাঁওয়ে নির্বিচারে গুলি চালিয়ে খুন করেছে পর্যটকদের। আফ্রিদি বলছেন, ''কোনও দেশ বা ধর্ম সন্ত্রাসবাদকে সমর্থন করে না। আমরা সবসময়ে শান্তির পক্ষে। শান্তি প্রতিষ্ঠা করতে শেখায় ইসলাম। আমরা ভারতের সঙ্গে সবসময়ে সম্পর্ক ভাল রাখার চেষ্টা করে এসেছি।'' 

নিজের খেলোয়াড়জীবনের প্রসঙ্গ টেনে এনেছেন আফ্রিদি। তিনি বলেন,  ''ভারত সফরে যাওয়ার আগে আমাদের হুমকি দেওয়া হত। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে আমিই পাকিস্তানের অধিনায়ক ছিলাম। ভারতে আমরা যাব কি যাব না, সেই ব্যাপারে কোনও ধারণাই আমাদের ছিল না।'' 

অনেকেই বলে থাকেন দুই দেশের সম্পর্কের বরফ গলানোর জন্য ক্রীড়াকূটনীতিই শেষ কথা। আফ্রিদি সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে ফের ভারতের বিরুদ্ধে তোপ দাগেন। আফ্রিদি বলেন, ''ক্রীড়া কূটনীতি ভাল। ভারত কবাডি দলকে এখানে পাঠালেও ক্রিকেট দলকে পাঠায়নি। যদি বন্ধ করতে হয়, তাহলে সবটাই বন্ধ করা উচিত।''