আজকাল ওয়েবডেস্ক:বোর্ড বা আইসিসি-র সর্বোচ্চ প্রশাসক হিসেবে কাজ করার মেধা রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। পাকিস্তানের প্রাক্তন  অধিনায়ক রশিদ লতিফের এমনটাই বিশ্বাস। 

ব্রিসবেন টেস্টের অব্যবহিত পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অশ্বিন। তাঁর এই আচম্বিতে নেওয়া সিদ্ধান্তে বিস্মিত ক্রিকেটমহল। অশ্বিনের এমন সিদ্ধান্তের পিছনে অন্য গন্ধ পাচ্ছেন কেউ কেউ। 

প্রাক্তন পাক তারকার অনুমান,দলে থেকেও দলের ভিতরে পর্যাপ্ত সম্মান পাচ্ছিলেন না অশ্বিন। রশিদ লতিফ বলছেন, ''হতে পারে, ক্রিকেটার হিসেবে ড্রেসিংরুমে সম্মান পাচ্ছিল না। প্রথম একাদশে থাকবে কি থাকবে না, সেটা ও পরিষ্কার করে জানত না। এটাই হয়তো অশ্বিনের জন্য অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছিল। অশ্বিন হয়তো মনে করেছিল কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। ওয়াশিংটন সুন্দরকে দলে প্রাধান্য দেওয়া হচ্ছে।সব দেখে শুনেই হয়তো অশ্বিন সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।'' 

বিশ্বক্রিকেটে ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের অধিকারী  হিসেবে সুনাম রয়েছে অশ্বিনের। রশিদ লতিফের মতে, আইসিসি-র চেয়ারে বসার ক্ষমতা  রয়েছে অশ্বিনের। তিনি বলছেন, ''ভারতে অনেক ক্রিকেটার আছে। তবে ক্রিকেটার এবং প্রতিভাবান হিসেবে অশ্বিন অন্য পর্যায়ের। আমার বিশ্বাস, ভবিষ্যতে বিসিসিআই বা আইসিসি-র দায়িত্ব গ্রহণ করতে পারে অশ্বিন। অহং বোধ নেই। কত বড় ক্রিকেটার, তা বোঝাই যায় না।  আমার এবং  পাকিস্তানের পক্ষ  থেকে অশ্বিনের জন্য শুভকামনা রইল।''

দেশের হয়ে ৫৩৭টি উইকেটের পাশাপাশি ৬টি সেঞ্চুরি রয়েছে অশ্বিনের। রশিদ বলেন,''অশ্বিনের কেরিয়ার অসাধারণ। ব্যাটসম্যান হিসেবে ৬টি সেঞ্চুরি রয়েছে। মহেন্দ্র সিং ধোনিরও সম্ভবত এতগুলো সেঞ্চুরি নেই।''