আজকাল ওয়েবডেস্ক: ম্যাচ জয়ের পরে পাক-ক্রিকেটারদের সঙ্গে ভারত হাত না মেলানোয় রীতিমতো ক্ষুব্ধ পাকিস্তানি ক্রিকেটাররা। সেই তালিকায় নতুন সংযোজন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আসিফ ইকবাল। 

তিনি এখন যুক্তরাজ্যে বসবাস করেন। কিন্তু রবিবাসরীয় ভারত-পাক ম্যাচ দেখার পরে আর স্থির থাকতে পারেননি আসিফ ইকবাল। তিনি বলছেন, ''ভারত অধিনায়ক ও ভারতীয় দলের ব্যবহারে আমি খুবই বিরক্ত ও হতাশ।  পাকিস্তানকে হারানোর পরে ভারতীয়রা হ্যান্ডশেক না করে ছেলেমানুষীর পরিচয় দিয়েছে। এর কোনও প্রয়োজনই ছিল না। এককথায় বলব লজ্জাজনক ব্যাপার।'' 

আরও পড়ুন: 'বাচ্চা তো বাচ্চাই রয়ে গেল...', ভারতের কাছে দুরমুশ হওয়ার পর কটাক্ষ পাকিস্তানকে ...
পাকিস্তানকে খুব সহজেই হারিয়েছে ভারত। কিন্তু চর্চায় উঠে এসেছে হ্যান্ডশেক বিতর্ক। ম্যাচের আগেই অবশ্য ঠিক ছিল, খেলা চলাকালীন ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন না। সেটাই হয়েছে। ম্যাচের শেষে পাকিস্তান শিবির থেকে একগুচ্ছ অভিযোগ জানানো হয়েছে ভারতের বিরুদ্ধে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে, পাক ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটারদের অপেক্ষায় ছিলেন। কিন্তু ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিবম দুবে পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করেই সটান চলে যান ড্রেসিং রুমে। 
ভারতের হ্যান্ডশেক বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতার। তিনি বলেছেন, ''আমি বাক্যহারা। এটা দেখে মন আমার ভারাক্রান্ত। কী বলবো বুঝতে পারছি না। ভারতকে অনেক শুভেচ্ছা। ক্রিকেট ম্যাচকে রাজনৈতিক ইস্যু করো না। আমরা ভারতের সুখ্যাতি করেছি। হ্যান্ডশেক না করা নিয়ে আমরা অনেক কথাই বলতে পারি। ঘরের ভিতরেও লড়াই হয়। ঝগড়া বিবাদ হয়। সেগুলো ভুলে এগিয়ে যেত হয়। এটা ক্রিকেট। হ্যান্ডশেক করো। শো ইওর গ্রেস।'' 

রিপোর্ট অনুযায়ী, ভারতের কোচ গৌতম গম্ভীর হ্যান্ডশেক না করার বুদ্ধি দিয়েছিলেন বলে জানা গিয়েছে। 

তবে হ্যান্ডশেক না করায় কি ভারতকে শাস্তি দেবে আইসিসি? 
খেলার শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু ম্যাচ রেফারি অ্যান্ড পাইক্রফ্টের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। ভারতের বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ আনা হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কি কোনও ব্যবস্থা নেবে ভারতের বিরুদ্ধে? হ্যান্ডশেক না করায় কি আদৌ ভারতের শাস্তি হবে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে সর্বত্র। 
এশিয়া কাপের আয়োজক এসিসি, তবে সবই তো  আন্তর্জাতিক ম্যাচ বলে ধরা হয়। তাই আইসিসির আচরণবিধিই প্রযোজ্য। আইসিসি স্পোর্টসম্যানশিপের কথা বলে এসেছে। নিয়মে কোথাও বলা নেই যে ম্যাচ শেষে হাত মেলাতেই হবে খেলোয়াড়দের। 
হাত মেলানো নিছক সৌজন্যের প্রতীক। তবে ইচ্ছা করে হাত না মেলানোর জন্য শাস্তি পেতে হবে, এমন কথা আইসিসি-র ম্যানুয়ালে কোথাও লেখা নেই। খুব বেশি হলে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে তিরস্কার করলেও করা হতে পারে। 

আরও পড়ুন: এশিয়া কাপে আর খেলবে না পাকিস্তান!‌ দিল বড় হুমকি